kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

নির্বাচনকর্মী হলেই বেতনসহ ছুটি দেবে ফেসবুক

টেক প্রতিদিন ডেস্ক    

১৫ সেপ্টেম্বর, ২০২০ ১১:১৯ | পড়া যাবে ১ মিনিটেনির্বাচনকর্মী হলেই বেতনসহ ছুটি দেবে ফেসবুক

দুই মাসেরও কম সময় আছে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের। তার ওপর আবার সময়টা করোনার। ফলে ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে কর্মীদের সংখ্যায় ঘাটতি দেখা দেবে। এ অবস্থায় এগিয়ে এসেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। নিজের এক পোস্টে লিখেছেন, ‘অনুমান করা হচ্ছে, করোনার জন্য এবারের নির্বাচনে পাঁচ লাখ কর্মীর প্রয়োজন হবে। এই কাজে উৎসাহ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ১৮ বছরের বেশি বয়সের ফেসবুক ব্যবহারকারীদের নিজের ওয়ালের নিউজ ফিডে ওপরে বিভিন্ন রকমের বার্তা দেখতে পাবেন। মূলত তাঁদের উৎসাহিত করতেই এ উদ্যোগ।’ 

এখানেই শেষ নয়, জাকারবার্গের প্রতিষ্ঠানের কর্মীরা চাইলে বেতনসহ ছুটি নিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে নির্বাচনকর্মীর দায়িত্বও পালন করতে পারবেন। এ ব্যাপারে ফেসবুক থেকে তাঁদের অনুমতিও দেওয়া হয়েছে। এদিকে নানা সমালোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভোটারদের তথ্য নিয়ে একটি কেন্দ্রীয় পোর্টালও তৈরি করেছে ফেসবুক। 

সূত্র : সিএনএন

মন্তব্যসাতদিনের সেরা