ঢাকা, বুধবার ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২০ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২০ মহররম ১৪৪৭

দুর্যোগ, হামলায় হোয়াটসঅ্যাপে ‘ক্রাইসিস রেসপনস’

টেক প্রতিদিন ডেস্ক
টেক প্রতিদিন ডেস্ক
শেয়ার
দুর্যোগ, হামলায় হোয়াটসঅ্যাপে ‘ক্রাইসিস রেসপনস’

আশপাশে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ বা সন্ত্রাসী হামলা সম্পর্কে অন্য ব্যবহারকারীদের সতর্ক করার সুযোগ দিতে হোয়াটসঅ্যাপে ‘ক্রাইসিস রেসপনস’ চালু করেছে ফেসবুক। ফিচারটির সাহায্যে দুর্বল ইন্টারনেট সংযোগ কাজে লাগিয়ে অন্যদের সতর্ক করার পাশাপাশি বিপদ থেকে রক্ষার আবেদনও পাঠানো যাবে। 

অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ বা সন্ত্রাসী হামলার ঘটনার সময় আশপাশে থাকা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মোবাইল ফোনে সতর্কবার্তা দেখা যাবে। ফলে হোয়াটসঅ্যাপ বন্ধুদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা উদ্ধারকারীরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

এত দিন ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার অ্যাপে এ সুযোগ মিলত। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুযোগ পাবে।

সূত্র : ইন্টারনেট

মন্তব্য

ভারতে খুলল টেসলার প্রথম গাড়ির শোরুম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভারতে খুলল টেসলার প্রথম গাড়ির শোরুম
সংগৃহীত ছবি

ভারতীয় বাজারে বিদ্যুৎচালিত গাড়ি (ইভি) বিক্রিতে আরেক ধাপ এগিয়ে গেল টেসলা। ইলন মাস্কের মালিকানাধীন কম্পানিটি আজ শনিবার (১৫ জুলাই) ভারতের অর্থনৈতিক কেন্দ্র মুম্বাইয়ে প্রথম শোরুমটি চালু করেছে। টেসলার মডেল ওয়াই গাড়িটি লঞ্চের মাধ্যমে ভারতের টেসলার যাত্রা শুরু হলো। খবর হিন্দুস্তান টাইমসের।

 

খবরে বলা হয়, টেসলার এই ওয়াই মডেল গাড়িটি রিয়ার-হুইল ড্রাইভ এবং লং-রেঞ্জ রিয়ার হুইল ড্রাইভ ভ্যারিয়েন্ট ভারতে বিক্রি করা হবে। টেসলা মডেল ওয়াই-এর রিয়ার হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টের দাম শুরু হবে ৫৯.৮৯ লক্ষ টাকা থেকে, আর গাড়ির লং-রেঞ্জ ভার্সনের দাম হবে ৬৭.৮৯ লক্ষ টাকা। 

এর ফলে টেসলার ওয়াই মডেল রিয়ার হুইল ড্রাইভ ভার্সনের অন-রোড দাম দাঁড়াবে ৬১.০৭ লক্ষ টাকা। অন্যদিকে, গাড়িটির লং রেঞ্জ ভার্সনের অন-রোড দাম পড়বে ৬৯.১৫ লক্ষ টাকা।

ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এর মধ্যে রয়েছে ৫০,০০০ টাকা 'প্রশাসন এবং পরিষেবা ফি', যার মধ্যে ১৮ শতাংশ জিএসটি অন্তর্ভুক্ত। 

এদিকে এই গাড়িতে কোনো গ্রাহক ইচ্ছা করলে ফুল সেলফ ড্রাইভিং ফিচারও পেতে পারেন। তবে তার জন্য তাকে আরো ৬ লক্ষ টাকা অতিরিক্ত দিতে হবে। উল্লেখ্য, এই মডেল ওয়াই গাড়ির দাম আমেরিকায় ৩৮.৬৩ লাখ টাকা থেকে শুরু হয় (৪৪,৯০০ ডলার), চীনে ৩১.৭৫ লাখ (২,৬৩,৫০০ ইউয়ান), জার্মানিতে ৪৬.০৯ লাখ (৪৫,৯৭০ ইউরো)।

এর অর্থ, ভারতেই সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে টেসলার এই গাড়ি। 

আরো পড়ুন
লন্ডনে ড্রেকের কনসার্টে র‍্যাপার হাসান আলিকে ছুরিকাঘাত

লন্ডনে ড্রেকের কনসার্টে র‍্যাপার হাসান আলিকে ছুরিকাঘাত

 

টেসলার মডেল ওয়াই রিয়ার হুইল ড্রাইভ মডেলটি ৬০কেডব্লিউএইচ এবং ৭৫কেডব্লিউএইচ ব্যাটারি প্যাক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ভারতে। এই গাড়ির লং রেঞ্জ ভ্যারিয়েন্টটি ৬২২ কিলোমিটার যেতে পারবে একবারের ফুল চার্জে। আর ৬০কেডব্লিউএইচ ব্যাটারির গাড়িটি এবারের ফুলচার্জে যেতে পারবে ৫০০ কিলোমিটার পর্যন্ত। ৭টি ভিন্ন রঙে মিলবে এই গাড়ি।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

চ্যাটজিপিটির বানানো ডায়েট প্ল্যানে কমল ১১ কেজি ওজন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চ্যাটজিপিটির বানানো ডায়েট প্ল্যানে কমল ১১ কেজি ওজন
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের বাসিন্দা কোডি ক্রোন (৫৪) কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির বানানো ডায়েট প্ল্যানে মাত্র দেড় মাসে ১১ কেজি ওজন কমিয়েছেন। সারা দিনে কখন কী খেতে হবে, কখন ঘুমাতে যেতে হবে— সব কিছু সময় মেপে ছক কষে ‘ডায়েট প্ল্যান’ বানিয়ে দিয়েছিল চ্যাটজিপিটি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্ত্রী এবং দুই সন্তান নিয়ে কোডি ক্রোনের সংসার। দিনদিন ওজন বেড়ে যাওয়ায় চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি।

অবশেষে তিনি চ্যাটজিপিটির সহায়তা নেন। দেড় মাস ধরে চ্যাটজিপিটির ওপর ভরসা করে সেই ছকই মেনে চলছিলেন তিনি।

ভোর সাড়ে ৪টায় নিয়ম মেনে ঘুম থেকে ওঠেন কোডি। সকালের কাজকর্ম সেরে ভোর ৬টা থেকে জিমে গিয়ে শরীরচর্চা করতে শুরু করেন তিনি।

প্রতি সপ্তাহে ছয় দিন জিমে গিয়ে এক থেকে দেড় ঘণ্টা শরীরচর্চা করেন কোডি। দিনে দুবেলা ভারী খাবার খান। তার মাঝে বিরতির সময় আর খান না তিনি।

আরো পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

 

সারা দিনে চার লিটার পানি পান করেন তিনি।

কিন্তু সন্ধ্যা ৬টার পর পানি পান করাও থামিয়ে দেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার এক ঘণ্টা আগে ‘স্ক্রিনটাইম’ রাখেন না কোডি। ফোন বা ল্যাপটপ দূরে সরিয়ে রাখেন তিনি। ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমিয়ে আবার ভোরে উঠে পড়েন। তার পর কখন কী কী খাবার খেতে হবে তা-ও এআইয়ের নির্দেশ মেনেই খান।
দেড় মাস পর ওজন মাপেন তিনি। 

৪৬ দিন আগে তার ওজন ছিল ৯৫ কেজি। কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ধারণ করা তালিকা অনুসরণ করে এক ধাক্কায় তার ওজন কমে যায় ১১ কেজি। বর্তমানে তার ওজন ৮৪ কেজি।

মন্তব্য

সুপারইন্টেলিজেন্স তৈরিতে হাজার কোটি ডলার বিনিয়োগ করছে মেটা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সুপারইন্টেলিজেন্স তৈরিতে হাজার কোটি ডলার বিনিয়োগ করছে মেটা
সংগৃহীত ছবি

সুপারইন্টেলিজেন্স অর্জনের দৌড়ে বড় ধরনের ঝাঁপ দিল মেটা। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, তারা হাজার কোটি ডলার বিনিয়োগ করছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার ক্লাস্টার নির্মাণে। এই প্রকল্পের অংশ হিসেবে মেটা গড়ছে একাধিক মাল্টি-গিগাওয়াট সুপারকম্পিউটিং সেন্টার, যার মধ্যে রয়েছে ‘প্রমিথিউস’ ও ‘হাইপেরিয়ন’ নামক দুটি ক্লাস্টার। আগামী কয়েক বছরের মধ্যেই কার্যক্রম শুরু করবে।

এআই গবেষণায় ইতিহাস গড়ার লক্ষ্যে মেটা গড়ে তুলছে অভূতপূর্ব মাত্রার কম্পিউট পরিকাঠামো ও গবেষকপ্রতি সর্বোচ্চ রিসোর্স সুবিধা।

সোমবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান মেটার প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ।

নিজের ফেসবুক পোস্টে জাকারবার্গ বলেন, ‘আমরা যে সুপারইন্টেলিজেন্স প্রকল্পে কাজ করছি, তার জন্য আমি এমন একটি দল গড়ে তুলতে চাই; যা শিল্পে সবচেয়ে অভিজাত ও প্রতিভাসম্পন্ন। এই লক্ষ্যে আমরা আমাদের ব্যবসায়িক মূলধন থেকেই হাজারও কোটি ডলার বিনিয়োগ করব।

তিনি জানান, বিশ্লেষক সংস্থা সেমিঅ্যানালাইসিস সম্প্রতি জানিয়েছে, মেটা প্রথম কোম্পানি হিসেবে ১ গিগাওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন সুপারকম্পিউটিং ক্লাস্টার চালু করতে যাচ্ছে। জাকারবার্গ আরও বলেন, আমরা একাধিক মাল্টি-গিগাওয়াট ক্লাস্টার তৈরি করছি। প্রথমটির নাম রাখা হয়েছে ‘প্রমিথিউস’, যা ২০২৬ সালে চালু হবে। পাশাপাশি ‘হাইপারিয়ন’ নামে আরও একটি ক্লাস্টার তৈরি হচ্ছে, যা কয়েক বছরের মধ্যে ৫ গিগাওয়াট পর্যন্ত স্কেল-আপ করতে পারবে।

তিনি উল্লেখ করেন, মেটা ভবিষ্যতে আরও অনেক ‘টাইটান ক্লাস্টার’ গড়ে তুলবে, যাদের প্রত্যেকটির পরিসর ম্যানহাটন শহরের একটি বড় অংশের সমান। মেটা সুপারইনটেলিজেন্স ল্যাবস হবে কম্পিউটিং শক্তির দিক থেকে শিল্পের শীর্ষে ও গবেষকপ্রতি কম্পিউটিং ক্ষমতাও অন্যান্যদের তুলনায় অনেক বেশি হবে।

তিনি আরও জানান, আমি বিশ্বের সেরা গবেষকদের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি, যাতে আমরা এআই প্রযুক্তির সীমা আরও এক ধাপ এগিয়ে নিতে পারি।

মন্তব্য

টিকটকের বিরুদ্ধে ইউরোপীয়দের তথ্য চীনে সংরক্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টিকটকের বিরুদ্ধে ইউরোপীয়দের তথ্য চীনে সংরক্ষণের অভিযোগ

টিকটক ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনে সংরক্ষণ করেছে বলে স্বীকার করার পর, ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো কম্পানিটির বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে।

ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি), যা ইউরোপীয় ইউনিয়নে তথ্য গোপনীয়তা তদারকি করে। তারা জানায় যে, টিকটক স্বীকার করেছে ‘সীমিত সংখ্যক ইইএ (ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল) ব্যবহারকারীর ডেটা চীনে সংরক্ষিত হয়েছিল।

এটি পূর্বের তদন্তে দেওয়া টিকটকের বক্তব্যের বিপরীত, যেখানে তারা বলেছিল ইউরোপীয় ব্যবহারকারীর তথ্য চীনে সংরক্ষিত নয়, বরং শুধু চীনের কর্মীরা দূরবর্তীভাবে এই তথ্য অ্যাক্সেস করে।

আরো পড়ুন
বাংলাদেশের বেতন-ভাতায় ভারতে থাকেন শিক্ষক দম্পতি

বাংলাদেশের বেতন-ভাতায় ভারতে থাকেন শিক্ষক দম্পতি

 

পরবর্তীতে টিকটক তাদের অবস্থান বদলে জানায়, কিছু তথ্য আসলে চীনের সার্ভারে সংরক্ষিত ছিল। তখন ডিপিসি জানায়, তারা এই বিষয়ে আরও পদক্ষেপ নেবে। এই ঘটনার ফলস্বরূপ ডিপিসি এখন টিকটকের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র : এবিসি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ