ঢাকা, বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২, ১৪ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২, ১৪ মহররম ১৪৪৭

অ্যান্ড্রয়েড ফোনেও গুগল ম্যাপের ‘পর্ন মোড’ চালু

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
অ্যান্ড্রয়েড ফোনেও গুগল ম্যাপের ‘পর্ন মোড’ চালু

সারাবিশ্বে পর্ন আসক্তি আজ অজানা নয়। পর্নোগ্রাফি অনেকেই দেখেন। কেউ কম-কম, কেউ বেশি-বেশি। আবার কেউ অনেক বেশি।

তবে এক বিষয়ে প্রত্যেকের মিল রয়েছে। লুকিয়ে পর্ন দেখা। অনেকেই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার সময় ইনকগনিটো মোড ব্যবহার করেন। এতে কোন সাইটে গিয়ে কখন কী সার্চ করছেন, কী দেখছেন-তা কেউ জানতে পারছে না।
 

যারা লুকিয়ে পর্ন দেখেন তাদের জন্য রয়েছে একটি সুখবর। ইনকগনিটো মোড বা ‘পর্ন মোড’টি আগে শুধুমাত্র ব্যবহার করা যেতো কম্পিউটার দিয়ে। কিন্তু এবার গুগলের এই ফিচারটির চালু করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সনেও। গুগল ম্যাপসে ইনকগনিটো মোড চালু করার জন্য নিজের প্রোফাইল ফটোতে ট্যাপ করতে হবে এবং সেখান থেকে এই মোড সিলেক্ট করে দিতে হবে।

ইনকগনিটো মোড অন হলে স্ক্রিনে একটি ব্ল্যাক বার ভেসে উঠবে, সেখানে লেখা থাকবে ‘ইনকগনিটো মোড ইজ অন’।

ইনকগনিটো মোডে গুগল ম্যাপস ব্যবহার করলে তা ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের হিস্ট্রিতে থাকবে না। পুরো ফিচারটিই কাজ করবে অনেকটা গুগল ক্রোমের ইনকগনিটো মোডের মতো। ম্যাপস প্রিভিউ’র পরীক্ষকদের এ বিষয়ে মেইল পাঠিয়েছে গুগল। ওই মেইলে বলা হয়েছে, নিজের লোকেশন বা সার্চ গুগল অ্যাকাউন্টে সেভ হওয়া থেকে বিরতে রাখতে ইনকগনিটো মোড ব্যবহার করুন।

গুগল জানায়, আপনি যখন ইনকগনিটো মোড চালু করবেন তখন গুগল ম্যাপে আপনার কাজ, যেমন অনুসন্ধান, দিকনির্দেশনা, হিস্ট্রি এমন কিছু গুগল অ্যাকাউন্টে সেভ হবে না।

সূত্র: মেট্রো।

মন্তব্য

সম্পর্কিত খবর

ইন্টারনেট ছাড়াই চলবে মেসেজ আদান-প্রদান, আসছে ভিন্ন এক প্ল্যাটফরম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইন্টারনেট ছাড়াই চলবে মেসেজ আদান-প্রদান, আসছে ভিন্ন এক প্ল্যাটফরম
সংগৃহীত ছবি

বর্তমানে আমরা মেসেজ আদান-প্রদানের জন্য ইন্টারনেটের ওপরই ভরসা করে থাকি। মোবাইল নেটওয়ার্ক-নির্ভর সাধারণ মেসেজ পাঠানোর ব্যবস্থা এখন অতীত। কারণ মেসেজ এখন আর শুধুই শব্দনির্ভর নয়। এতে থাকে বহু ছবি, ভিডিও কিংবা লিংক বা অন্যান্য অ্যাটাচমেন্ট।

তাই একাধিক ধরনের চ্যাট প্ল্যাটফরমের ওপরেই ভরসা করতে হয় আমাদের। যার জন্য প্রয়োজন পড়ে ইন্টারনেটের।

তবে এবার আসছে ভিন্নতর প্ল্যাটফরম। মেসেজ পাঠাতে মোটেই লাগবে না ইন্টারনেট! সামাজিক মাধ্যম টুইটার (বর্তমান এক্স)-এর উদ্ভাবক জ্যাক ডরসির হাত ধরেই বাজারে আসছে অ্যাপটি।

যার নাম হবে বিটচ্যাট।

ইন্টারনেট নয়, ব্লুটুথ ব্যবহার করেই এখানে পাঠানো যাবে মেসেজ। তবে মেসেজ প্রাপককে থাকতে হবে প্রেরকের ৩০০ মিটারের মধ্যে। টরেন্ট যেভাবে দুই প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন করে তথ‌্য আদান-প্রদান করে সেভাবেই বিটচ্যাট ডেটা লেনদেন করবে।

আরো পড়ুন
বৃষ্টির জমা পানি পায়ে লেগেছে? শুধু ধুলেই হবে না, আরো যা করতে হবে

বৃষ্টির জমা পানি পায়ে লেগেছে? শুধু ধুলেই হবে না, আরো যা করতে হবে

 

কিভাবে কাজ করবে এই বিটচ্যাট

জানা যাচ্ছে স্টোর অ্যান্ড ফরোয়ার্ড মডেল হিসেবে কাজ করবে এই প্ল্যাটফর্ম। যতক্ষণ সেই ইউজার ‘অ্যাভলেবল’ থাকবেন ততক্ষণ মেসেজটি সেখানে স্টোর থাকবে। আর এ ক্ষেত্রে মেসেজ চালাচালি করতে কোনো ইন্টারনেট সংযোগ থাকার প্রয়োজন পড়বে না।

পাশাপাশি এ ক্ষেত্রে মেসেজ থাকবে ‘এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’। আর মেসেজ পাঠাতে কোনো ফোন নম্বর কিংবা ই-মেইল অ্যাড্রেস, কিছুই লাগবে না।

কেন বিটচ্যাটের আগমনকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে

মূলত এই মুহূর্তে পৃথিবীতে ডিজিটাল প্রাইভেসি নিয়ে নানা আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে। নানা ভাবে হ্যাকারদের দাপট কিংবা আরো নানা ফ্যাক্টর রয়েছে। সে ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা বিনিময়কে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন
কিডনিতে পাথর তৈরি করতে পারে যেসব খাবারে

কিডনিতে পাথর তৈরি করতে পারে যেসব খাবারে

 

কেবল তাই নয়, হোয়াটসঅ্যাপের দৌরাত্ম্যের মাঝে বিটচ্যাট চেষ্টা করছে মেসেজিংয়ের এক নতুন দিগন্ত খোঁজার। যেখানে স্থানীয়, অজ্ঞাত ও ইন্টারনেটবিহীন বার্তা বিনিময় করা যাবে।

সূত্র : সংবাদ প্রতিদিন

মন্তব্য

১৮ জুলাই বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
১৮ জুলাই বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
সংগৃহীত ছবি

জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বুধবার অপারেটরদের এই নির্দেশনা দিয়েছে।

আরো পড়ুন
কারওয়ান বাজারে চলছে জামায়াতে ইসলামীর প্রচারণা

কারওয়ান বাজারে চলছে জামায়াতে ইসলামীর প্রচারণা

 

নির্দেশনা অনুসারে, বিনা মূল্যের এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন। ৮ জুলাই বিটিআরসি কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।

 জনসাধারণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে এবং ডিজিটাল স্বাধীনতা প্রচারের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মোবাইল ফোন অপারেটরদের এসএমএসের মাধ্যমে এ বিষয়ে গ্রাহকদের আগাম জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। বিটিআরসি অপারেটরদের এই পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং দিবসটি পালনে সহায়তা করতে অনুরোধ করেছে।

আরো পড়ুন
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার

 

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তৈমুর রহমান বলেন, ‘আমরা জুলাইয়ের চেতনা, বিশেষ করে ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে, সমুন্নত রাখতে অত্যন্ত আগ্রহী।

এখন আমরা চিঠিটি পর্যালোচনা করব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।’

অন্য একটি মোবাইল অপারেটরের একজন কর্মকর্তা বলেন, টেলিকম কম্পানিগুলিকে গ্রাহকদের দেওয়া সব ডেটার ওপর ট্যাক্স দিতে হবে। সরকারের উচিত বিনা মূল্যের ডেটা করমুক্ত হবে কি না এই বিষয়টি স্পষ্ট করা।’

এ ছাড়া অপারেটরদের ট্রান্সমিশন এবং অন্যান্য ডেলিভারি খরচ বহন করতে হবে।

তাই বিটিআরসির স্পষ্ট করা উচিত যে অন্য স্টেকহোল্ডাররা এই উদ্যোগকে সমর্থন করার জন্য সহযোগিতা করবে কি না’, যোগ করেন তিনি।

গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

বর্ষায় এসি চালানোর আগে যেসব বিষয় মাথায় রাখা উচিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বর্ষায় এসি চালানোর আগে যেসব বিষয় মাথায় রাখা উচিত
সংগৃহীত ছবি

বর্ষায় বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেড়ে যায়। এই সময়ে ঘরে ডাম্প ও ভ‍্যাপসা গন্ধ তৈরি হয়। এ ছাড়াও বর্ষার এই সিজনের প্রভাব ইলেকট্রনিক গ্যাজেটসের ওপরও দেখা যায়। আপনি যদি বর্ষাকালে এসি ব্যবহার করেন, তাহলে কিছু বিষয় সম্পর্ক জানা জরুরি।

বর্ষার এই সময়ে এসি সঠিকভাবে ব্যবহার না করলে আপনার এসি খারাপ হতে পারে। তবে কিছু জরুরি বিষয় আছে বর্ষার সিজনে এসি ব্যবহারের সময় যেগুলোর খেয়াল রাখা উচিত।

আপনার এসির আউটডোর ইউনিট ছাদ বা বারান্দায় রাখা থাকলে ঝড়-বৃষ্টির সময় সেটিকে ঢেকে রাখুন। তীব্র বৃষ্টি বা ঝড় তুফান থেকে সেটির ক্ষতি হতে পারে, যার ফলে আপনার এসি খারাপ হতে পারে।

তাই পরের বার এসি চালু করার সময় এর তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসে সেট করাই ভালো। এতে বিদ্যুৎ বিলের বোঝা তো কমবেই, সেই সঙ্গে তা পরিবেশ ও স্বাস্থ্যের জন্যও উপকারী হবে।

আরো পড়ুন
বৃষ্টির জমা পানি পায়ে লেগেছে? শুধু ধুলেই হবে না, আরো যা করতে হবে

বৃষ্টির জমা পানি পায়ে লেগেছে? শুধু ধুলেই হবে না, আরো যা করতে হবে

 

বর্ষাকালে খুব লোডশেডিং হয়। এর ফলে ভোল্টেজ ফ্লাকচুয়েশন হতে পারে।

এসিকে ভোল্টেজ ফ্লাকচুয়েশন থেকে বাঁচানোর জন্য অবশ্যই স্ট্যাবিলাইজার লাগান। স্ট্যাবিলাইজার লাগানোর ফলে ভোল্টেজ ফ্লাকচুয়েশনের সমস্যা হবে না।

বর্ষার সিজনে আর্দ্রতা অনেক বেড়ে যায়। এই সিজনে আপনাকে এসি ড্রাই মোডে ব্যবহার করা উচিত। ড্রাই মোডে এসি ব্যবহার করলে সে আর্দ্রতা শোষণ করে।

এর ফলে ঘর ঠাণ্ডা থাকে। এ ছাড়া ড্রাই মোডে বিদ্যুতেরও কম খরচ হয়।

বর্ষার সিজনে একটানা অনেক ঘণ্টা পর্যন্ত এসি চালানো উচিত নয়। এর ফলে কম্প্রেসারের ওপর বেশি লোড পড়ে, যার কারণে এসিতে সমস্যা হতে পারে। তাই কয়েক ঘণ্টা এসি ব্যবহারের পর সেটি কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে হবে।

আরো পড়ুন
ব্রেইন স্ট্রোকের আগে কয়েকটি সংকেত

ব্রেইন স্ট্রোকের আগে কয়েকটি সংকেত

 

সূত্র : নিউজ ১৮

মন্তব্য

জুলহাস এবার বানালেন দ্রুতগতির নৌকা, পানিতে চলে মাটিতেও চলে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জুলহাস এবার বানালেন দ্রুতগতির নৌকা, পানিতে চলে মাটিতেও চলে
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উদ্ভাবক জুলহাস মোল্লা। দীর্ঘ চার বছর চেষ্টার পর অবশেষে বিমান তৈরিতে সফলতা পেয়েছেন তিনি। বিমান উড্ডয়নের কোনো জ্ঞান না থাকলেও নিজের তৈরি বিমানে আকাশে উড়েছেন। ইচ্ছা পূরণের সঙ্গে সফল হয়েছে তার দীর্ঘদিনের পরিশ্রমও।

এবার জুলহাস একই প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করেছেন একটি নৌকা। যেটি পানির ওপর দিয়ে দ্রুতগতিতে ভেসে যেতে পারে। জুলহাস যন্ত্রটিতে চড়ে গতার পরীক্ষাও চালিয়েছেন। এমনটি ভিডিও আলোচিত এই তরুণ নিজের ফেসবুকে প্রকাশ করেছেন।

জুলহাস ওই ভিডিওর সঙ্গে লিখেছেন, বিমান প্রযুক্তি ব্যবহার করে নৌকা তৈরি করেছে বিমান নির্মাতা জুলহাস।  এটি একটি আইয়ার বোট, যা পানিতেও চলে মাটি দিয়েও চলে, এর কাজ পুরোপুরি শেষ হয় নাই।  পরবর্তী ভিডিওতে এর বিস্তারিত জানানো হবে।

প্রাথমিক ভাবে বানোনো এই যন্ত্রে মোটরসাইকেলের ইঞ্জিন ব্যবহার করাহয়েছিল।

পরে সেটি পরিবর্তন করেন। জুলহাস বলেন, আমি আই যন্ত্রটি শিগগিরই নদীতে চালাবো। প্রথমে এর ইঞ্জিন ব্যবহার করেছিলাম মোটরসাইকেলের। সেটি তেল বেশি খাওয়ায় ও শব্দ বেশি হওয়ায় পরিবর্তন করেছি। এখন এটি ভালো সার্ভিস দিচ্ছে।
 

ভিডিওতে দেখা যায়, জুলহাস নিজের বানানো ওই যন্ত্র দিয়ে বিলের মধ্যে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন। পেছনে পাখা যুক্ত করা। এই ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন যে এটি নতুন কোনো আবিষ্কার নয়। হাফিজুর নামের একজন বলছেন,  এটা হোবার ক্রাফ এটা মিনিমাম ৪০ বছর আগে তৈরি করছে, জেমস বন্ডের ছবিতে এটা আছে।
নতুন কোন কিছু নাই দেখে দেখে কপি করা।

জুলহাস এই মন্তব্যের উত্তর দিইয়েছেন। তিনি বলেন, আমি তো বলিনি এটা নতুন কিছু। আমাদের দেশে এটি নেই তাই বলেছি। তবে জুলহাসের এই বানানো যন্ত্রটি অনেকেই পছন্দ করেছেন। কেননা ভিডিওটিতে লাখের ওপর প্রতিক্রিয়া পড়েছে। 

জুলহাস মোল্লার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার ষাইটগর তেওতায় পরিবারসহ বসবাস করেন। ছয় ভাই ও এক বোনের মধ্যে জুলহাস পঞ্চম। দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকায় বি কে এস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাস করার পরে আর লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি পরিবারের আর্থিক সংকটের কারণে। ২৮ বছর বয়সী যুবক জুলহাস চুক্তিভিত্তিকভাবে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ