‘রিয়েল ভিউ’-এর বদলে এবার এসেছে ‘আকাশ’। বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড আকাশ নামেই এবার দেশে ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা চালু করতে যাচ্ছে। দেশের প্রথম এবং একমাত্র কৃত্রিম যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর মাধ্যমে এই সেবা দেওয়া হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ডিটিএইচ সেবা
‘রিয়েল ভিউ’-এর বদলে আসলো ‘আকাশ’
কালের কণ্ঠ অনলাইন

বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের হেড অব টেকনোলজি আনোয়ার আজিম এ বিষয়ে গতকাল বুধবার বিকেলে কালের কণ্ঠকে বলেছিলেন, “আমাদের রিয়েল ভিউয়ের সেবা বিভিন্ন কারণে ডিসকন্টিনিউ হয়েছে। রিয়েল ভিউয়ের বদলে এবার ‘আকাশ ডিটিএইচ’ আসছে।”
বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড জানায়, বিশ্বব্যাপী পে-টিভি শিল্পে ডিটিএইচ একটি উচ্চতর প্রযুক্তি। আগামী ১৯ মে থেকে সর্বোচ্চ মানের ছবি ও শব্দের নিশ্চয়তা দিয়ে প্রায় ১১০টি চ্যানেল ও ২০টি হাইডেফিনেশন চ্যানেল নিয়ে সেবা চালু করছে আকাশ ডিটিএইচ।
ভ্যাটসহ মাসিক ৩৯৯ টাকার এ সেবা উপভোগ করতে পারবেন গ্রাহক। শিগগিরই আরও নতুন চ্যানেল এবং ভিডিও অন ডিমান্ড ও প্রোগ্রাম রেকর্ডিংয়ের মতো নতুন সেবা-ফিচার যুক্ত করা হবে। বিদ্যমান ফিচারগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রাম রিমাইন্ডার, ফেভারিট প্রোগ্রাম লিস্টিং ও প্যারেন্টাল কট্রোল।
এছাড়া আকাশ ডিটিএইচ এর এককালীন সংযোগ খরচ ৬ হাজার ৪৯৯ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আকাশের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, দেশ ডিজিটালাইজেশনের পথে আরো একধাপ এগিয়ে গেলো।
বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার বক্তব্যে বলেন, আমাদের আকাশপথে বিচরণের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে, অর্থাৎ দেশ ডিজিটালাইজেশন হচ্ছে। আমাদের লক্ষ্য সারাদেশের জনগণকে উন্নয়ন কাজে সম্পৃক্ত করা। তাই গ্রামে এই সেবা সহজে পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি। পেমেন্ট ব্যবস্থাপনাকে আরো সহজ করতে হবে। তাছাড়া সব বিভাগে পৌঁছে দিতে হবে সেবা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো কমিউনিকেশন্সের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বেক্সিমকো কমিউনিকেশন্সের চেয়ারম্যান শায়ান এফ রহমান একই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএস ফায়সাল হায়দার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রমুখ।
দেশের ২০টি জেলায় আকাশ ডিটিএইচ বাণিজ্যিকভাবে পাওয়া যাবে। জেলাগুলো হলো- ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ।
এছাড়া শিগগিরই দেশের অন্য জেলাগুলোতেও অনুমোদিত খুচরা বিক্রেতাদের কাছ থেকে এ ডিটিএইচ পাওয়া যাবে বলেও জানায় বেক্সিমকো কমিউনিকেশন্স।
সরকার ২০১৩ সালের ডিসেম্বর মাসে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডকে দেশে ডিটিএইচ সেবার লাইসেন্স দেয়। পরে বায়ার মিডিয়া লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠানকেও একই লাইসেন্স দেওয়া হয়।

স্পেসএক্সের প্রতিনিধিদল ঢাকায় আসছে কাল
অনলাইন ডেস্ক

বিশ্বখ্যাত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় আসছেন। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে স্টারলিংকের সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারিত্বের দিকগুলো মূল্যায়ন করবে এবং সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে অংশ নেবে।
লরেন ড্রেয়ারের নেতৃত্বে আগত দলটি ব্যবসায়িক সম্ভাবনা যাচাই, নতুন প্রযুক্তির স্থানীয় বাস্তবায়ন এবং গ্রামীণ ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার উদ্যোগে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে।
স্পেসএক্স ও স্টারলিংকের এই সফর বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফর্মেশনের লক্ষ্য পূরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আগামীকাল প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে।

তথ্য অধিকার নিয়ে নতুন অভিযোগের মুখে টিকটক
এএফপি

ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশনের (জিডিপিআর) বিধি-নিষেধ না মানার অভিযোগে অনলাইন গোপনীয়তা নিয়ে কাজ করা কর্মীরা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট টিকটক ও আরো চীনা মালিকানাধীন দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন অভিযোগ করেছেন। বিধি-নিষেধ অনুযায়ী একজন ব্যবহারকারী তার ব্যক্তিগত তথ্য কিভাবে প্রক্রিয়া করা হচ্ছে তা জানার অধিকার রাখেন। তবে প্রতিষ্ঠানগুলো এ বিধি-নিষেধ অনুসরণ করে নি বলে জানিয়েছে অভিযোগকারীরা।
অস্ট্রিয়াভিত্তিক প্রখ্যাত গোপনীয়তা সংগঠন নোইব (নান অব ইওর বিজনেস) জানুয়ারিতেও এই তিনটি প্রতিষ্ঠানসহ ছয়টি চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেছিল।
নোইব জানিয়েছে, শেইন, টেমু ও শাওমি অভিযোগকারীদের বাড়তি তথ্য সরবরাহ করলেও টিকটক, আলিএক্সপ্রেস ও উইচ্যাট ইউরোপীয় ইউনিয়নের জিডিপিআর বিধি-নিষেধ লঙ্ঘন করেই চলেছে। টিকটকের বিরুদ্ধে গ্রিসে, আলিএক্সপ্রেসের বিরুদ্ধে বেলজিয়ামে ও উইচ্যাটের বিরুদ্ধে নেদারল্যান্ডসে ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের কাছে নতুন অভিযোগ করা হয়েছে। অভিযোগে তাদের ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কিভাবে প্রক্রিয়া হচ্ছে তা জানানো ও জরিমানা করার নির্দেশ দেওয়ার কথা বলা হয়।
নোইব বলেছে, ‘এই তিনটি প্রযুক্তি প্রতিষ্ঠানই ব্যক্তিগত তথ্য কিভাবে প্রক্রিয়া হচ্ছে সেই তথ্য প্রদানের অনুরোধ মানেনি। এতে করে ইউরোপীয় ব্যবহারকারীদের মৌলিক গোপনীয়তার অধিকার চর্চা ও তাদের ব্যক্তিগত ডেটা কিভাবে প্রক্রিয়া হচ্ছে তা জানার সুযোগ নেই। টিকটক অভিযোগকারীর তথ্যের শুধু কিছু অংশ এলোমেলো ভাবে সরবরাহ করেছে, যা বোঝা অসম্ভব।’
ইউরোপে তদন্ত শুরু হওয়ার পর গত সপ্তাহে বেইজিং দাবি করেছে, তারা কোনো প্রতিষ্ঠানকে অবৈধভাবে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ কিংবা সংরক্ষণের নির্দেশ দেয়নি।
ব্যক্তিগত ডেটা চীনে পাঠানোর দায়ে গত মে মাসে আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন টিকটককে ৫৩০ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল।
নোইব জিডিপিআর লঙ্ঘনের কারণে মেটা ও গুগলের মতো বহু মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও মামলা করেছে। তারা বৃহস্পতিবার মন্তব্য করেছে, ‘চীনা অ্যাপগুলো মার্কিন প্রতিষ্ঠানগুলোর চেয়েও খারাপ।’

দুবাইয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে এআই-চালিত প্রথম রেস্তোরাঁ
অনলাইন ডেস্ক

সময় যত এগোচ্ছে, জীবনের নানা দিকেই বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব। প্রযুক্তির সেই অগ্রযাত্রায় এবার যুক্ত হলো রন্ধনশিল্পও। চলতি বছরের সেপ্টেম্বরেই দুবাইয়ে চালু হচ্ছে বিশ্বের প্রথম এআই-চালিত রেস্তোরাঁ ‘উহু’। রেস্তোরাঁটির পুরো পরিকল্পনা ও রন্ধন পদ্ধতিতে সহায়ক হবে একটি এআই এজেন্ট, যার নাম ‘শেফ এআইম্যান’।
রেস্তোরাঁটির অন্যতম উদ্যোক্তা আহমেট অইটুন কাকির জানিয়েছেন, খাবার বানাবে মানুষই, তবে পুরো প্রস্তুত প্রক্রিয়া—পদের নির্বাচন, উপকরণের সংমিশ্রণ, এমনকি নতুন রেসিপির ভাবনাও আসবে এই এআই শেফের কাছ থেকে।
তিনি বলেন, ‘রন্ধনশিল্পীরা রান্নায় হাত লাগাবেন, তবে নতুন ধারণা ও স্বাদের নিরীক্ষায় পথ দেখাবে এআই। এতে করে বিশ্বজুড়ে খাদ্যরসিকদের জন্য যুক্ত হবে নতুন অভিজ্ঞতা।’
এদিকে রেস্তোরাঁ চালুর আগেই প্রচারণার অংশ হিসেবে ‘শেফ এআইম্যান’-কে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা হয়েছে।
অনেকের মনে প্রশ্ন—স্বাদ বা ঘ্রাণ অনুভব করতে না পারা একটি প্রযুক্তি কীভাবে রান্নায় মৌলিকত্ব আনবে? নির্মাতারা বলছেন, বিশ্বের নানা দেশের খাদ্যাভ্যাস ও রেসিপি বিশ্লেষণ করে এআই নতুন উপকরণ-সমন্বয় সাজিয়ে দেবে, যা থেকে সৃষ্টি হবে নতুন স্বাদের প্রোটোটাইপ।
জানা গেছে, ‘উহু’ রেস্তোরাঁতে পরিবেশিত হবে এশীয় ও পেরুভিয়ান ঘরানার নানান পদ। স্বাদ ও পরিবেশনায় ভিন্নমাত্রার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই সাজানো হচ্ছে মেনু। তবে কত খরচে মিলবে এই বিশেষ অভিজ্ঞতা, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।

নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ, গ্রুপ চ্যাটে হবে নতুন অভিজ্ঞতা
অনলাইন ডেস্ক

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ কয়েক দিন পরপরই নতুন ফিচার নিয়ে হাজির হয়। উদ্দেশ্য, এই অ্যাপকে আরো বেশি জনপ্রিয় করে তোলা। এবার তারা আনতে চলেছে এক নতুন এক ফিচার। এর ফলে বদলে যাবে গ্রুপ চ্যাটের অভিজ্ঞতা।
নতুন এই আপডেটের ফলে ইউজাররা কোনো গ্রুপে না ঢুকেও বুঝতে পারবেন সেখানে কী ঘটছে। আপাত দৃষ্টিতে এই আপডেট খুব সামান্য মনে হলেও এর প্রভাব সুদূরপ্রসারী হবে ইউজারদের গ্রুপ চ্যাটের অভিজ্ঞতায়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপের সাম্প্রতিকতম বিটা আপডেটেড সংস্করণ ২.২৫.২০.১৭ এ এই আপডেটটি মিলবে।
কিভাবে কাজ করবে ফিচারটি
এত দিন পর্যন্ত কোনো গ্রুপের ভেতরে ঢুকলে দেখা যায় কেউ ‘টাইপিং’ করছে কি না।
তবে এই আপডেট কেবল গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাশাপাশি এটি এখনই আইওএস ইউজাররা পাবেন না। এদিকে অ্যানড্রয়েড তথা বিটা ইউজারদের ক্ষেত্রেও আপাতত একেবারে সাম্প্রতিক ভার্সন ব্যবহারকারীদের একটি ছোট অংশেই এটি দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, ধীরে ধীরে সবাই এই আপডেটটি পাবেন।
সূত্র : সংবাদ প্রতিদিন