ঢাকা, মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বায়োমেট্রিক শব্দের অর্থ কি?

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
বায়োমেট্রিক শব্দের অর্থ কি?

বায়ো শব্দের অর্থ জীবন, প্রাণ ইত্যাদি। মেট্রিক হলো একটি প্যারামিটার যা দিয়ে বুঝানো হয় কোনও কিছুর কাজ করার যে বৈশিষ্ট্য দিয়ে সবার থেকে আলাদা করা হয় অথবা কর্ম-বিন্যাস। অর্থাৎ  বায়োমেট্রিক হলো  'কোনও প্রাণীকে তার যে বৈশিষ্ট্যর জন্য আলাদা করা হয় সেই পদ্ধতি।'

উৎপত্তি

উনিশ শতাব্দীর আগে দুই জন বিজ্ঞানি এই ব্যাপারে কিছু পরিকল্পনা করে গেছেন।

পরবর্তীতে ১৮৯১ সালে আর্জেন্টিনাতে এক জন বিজ্ঞানী (Juan Vucetich) সন্ত্রাসীদের আঙুলের ছাপ ধরে রাখার মতো একটি যন্ত্র সামরিক বাহিনীর হাতে তুলে দেন। তখন থেকেই বায়োমেট্রিক প্রক্রিয়া শুরু হয়।

কাজ করে কিভাবে?

মানুষ এবং জিবের শরীরের কিছু অঙ্গ থাকে যেগুলো এক জনের থেকে অন্যজনের সম্পূর্ণ ভিন্ন। যেমন চোখ, ডিএনএ, আঙুলের ছাপ ইত্যাদি।

বায়োমেট্রিক পদ্ধতিতে এই ভিন্ন অঙ্গগুলোকে নিয়ে কাজ করা হয় দুই ধাপে। প্রথম ধাপে অবজেক্টের (যার হাতের ছাপ নেওয়া হবে) হাতের চাপ, চোখের প্রকৃতি, অথবা ডিএনএ নমুনা নেওয়া হয়। শেষ ধাপে অবজেক্টেরের নাম, ঠিকানা, ইত্যাদি নেওয়া হয়। এই ক্ষেতে অবজেক্ট যদি পরে নিজের নাম ঠিকানা পরিবর্তন করেও কোন রকম ক্রাইম করে তাও তাকে চিহ্নিত করা সম্ভব হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

প্লাস্টিক, মেটাল, গ্লাস—স্মার্টফোনের ব্যাক প্যানেলে কোনটির কী সুবিধা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্লাস্টিক, মেটাল, গ্লাস—স্মার্টফোনের ব্যাক প্যানেলে কোনটির কী সুবিধা
সংগৃহীত ছবি

স্মার্টফোনের পেছনের প্যানেল প্রায় সব কম্পানিই গ্লাস বা কাচ দিয়ে তৈরি করছে। ফলে শখের স্মার্টফোন একবার হাত থেকে পড়ে গেলেই সর্বনাশ! চোখের নিমেষে ফেটে চৌচির হতে পারে সেই কাচ। আর এটি সারাতেও খরচ হয় মোটা অঙ্কের টাকা খরচ করতে হয় গ্রাহককে। আর তাই স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেরই প্রশ্ন, পেছনের অংশটি কাচ দিয়ে তৈরি হয় কেন।

ফোন নির্মাণকারী কম্পানিগুলো অবশ্য ব্যাক প্যানেলে কাচ লাগানোর নেপথ্যে দ্বিমুখী যুক্তি দিয়ে থাকে। প্রথমত, এতে আরো ‘স্মার্ট লুক’ পায় ফোন। দ্বিতীয়ত, গ্লাস বা কাচের ব্যাক প্যানেলের জন্যেই ওয়্যারলেস (তারবিহীন) চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন গ্রাহক। সেই কারণেই ঝুঁকি জেনেও স্মার্টফোনের ব্যাক প্যানেলে কাচ লাগাচ্ছেন তারা।

প্রথম দিকে স্মার্টফোনের পেছনের অংশটা তৈরি হতো অ্যালুমিনিয়াম বা বিভিন্ন ধরনের ধাতু দিয়ে। এর অনেকগুলো সমস্যা ব্যবহারকারীদের চোখে পড়ে। এসব ধাতুর কারণে ফোন দ্রুত গরম হয়ে যেত। তা ছাড়া অনেক সময় নেটওয়ার্কের সমস্যাতেও ভুগতেন গ্রাহক, যার জেরে বর্তমানে মেটাল ব্যাক প্যানেল যুক্ত স্মার্টফোন নির্মাণ প্রায় বন্ধ করে দিয়েছে স্মার্টফোন নির্মাণকারী কম্পানিগুলো।

আরো পড়ুন
অঙ্কুরিত মুগ-ছোলা খেলে কী হয়

অঙ্কুরিত মুগ-ছোলা খেলে কী হয়

 

ফোনের ব্যাক প্যানেল কাচের হওয়ার আরো একটা অসুবিধা রয়েছে। এতে মুঠোবন্দি ডিভাইসের ওজন কয়েক গুণ বেড়ে যায়। আর তাই বিশ্লেষকদের একাংশ মনে করেন, ব্যাক প্যানেলে প্লাস্টিক থাকা সবচেয়ে ভালো। এতে এক দিকে যেমন ফোনের ওজন কমবে, অন্যদিকে তেমন দামের দিক থেকে কিছুটা স্বস্তি পাবেন গ্রাহকরা।

তবে ব্যাক প্যানেল প্লাস্টিকের হলে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাবেন না ব্যবহারকারী।

বর্তমানে বাজার কাঁপাচ্ছে ‘ভেগান-লেদার’ ব্যাক প্যানেলের ফোন। যাকে দেখতে মনে হবে মুঠোবন্দি ডিভাইসটির পেছনের অংশটি চামড়ার তৈরি। এই ‘ভেগান-লেদার’ কিন্তু আসলে প্লাস্টিক। ‘স্মার্ট লুক’-এর দিক থেকে যা কাচের চেয়ে কোনো অংশে কম নয়, বলছেন বিশ্লেষকেরা।

আরো পড়ুন
বেসন, ময়দা নাকি আটা—কোনটি বেশি ক্ষতিকারক?

বেসন, ময়দা নাকি আটা—কোনটি বেশি ক্ষতিকারক?

 

সূত্র : আনন্দবাজার ডট কম

মন্তব্য

মোবাইলের ডায়াল প্যাডে পরিবর্তনের পেছনের কারণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মোবাইলের ডায়াল প্যাডে পরিবর্তনের পেছনের কারণ

সাম্প্রতিক সময়ে অনেক মোবাইল ব্যবহারকারী লক্ষ্য করেছেন, ফোনের ডায়াল প্যাডে হঠাৎ করেই নতুন ধরনের পরিবর্তন এসেছে। এ নিয়ে অনেকেই বিভ্রান্ত বা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি কোনো ত্রুটি নয়— বরং গুগলের নতুন ইন্টারফেস আপডেটেরই অংশ।

গুগল সম্প্রতি ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইন চালু করেছে, যা ফোন অ্যাপ ছাড়াও গুগল কন্টাক্টস ও মেসেজেস অ্যাপে প্রয়োগ করা হয়েছে।

এই নতুন ডিজাইনে রঙের বৈচিত্র্য, অ্যানিমেশন, আকার এবং ব্যক্তিগতকরণের ওপর বেশি জোর দেওয়া হয়েছে, ফলে ইন্টারফেসটি এখন আরো প্রাণবন্ত ও ব্যবহারবান্ধব।

যেসব ব্যবহারকারীর ফোনে অটো-আপডেট চালু রয়েছে বা যারা নতুন ডিভাইস ব্যবহার করছেন, তারাই প্রথমে এই পরিবর্তন দেখতে পাচ্ছেন।

আগের ডিজাইনে ফিরে যেতে চাইলে কী করবেন?

যদিও নতুন ডিজাইনটি বেশ আধুনিক, তবু কেউ যদি পুরোনো ইন্টারফেসে ফিরে যেতে চান, তবে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন:

•    অ্যাপ আপডেট আনইনস্টল করা : গুগল ফোন অ্যাপের সর্বশেষ আপডেটটি সরিয়ে ফেললে অনেক সময় পুরোনো ডিজাইন ফিরে আসে।
•    অ্যাপ ক্যাশ ও ডেটা ক্লিয়ার করা : ফোনের সেটিংস থেকে অ্যাপটির স্টোরেজ ডেটা সাফ করে দেওয়া যেতে পারে।


•    ফোন রিস্টার্ট দেওয়া : মাঝে মাঝে সাময়িক সমস্যা রিস্টার্টেই ঠিক হয়ে যায়।
•    সিস্টেম আপডেটের বিষয়ে সচেতন থাকা: অটো-আপডেট বন্ধ রেখে ইচ্ছেমতো আপডেট দিলে আকস্মিক পরিবর্তন এড়ানো সম্ভব।
•    বিকল্প ডায়ালার অ্যাপ ব্যবহার করা: গুগল প্লে স্টোরে অনেক ক্লাসিক ডিজাইনের ডায়ালার অ্যাপ পাওয়া যায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন ডিজাইন ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।

শুরুতে কিছুটা অস্বস্তি হলেও, সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা এনে দেবে।

মন্তব্য

গুগলের সঙ্গে প্রায় ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি মেটার

এএফপি
এএফপি
শেয়ার
গুগলের সঙ্গে প্রায় ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি মেটার
ছবি : এআই

গুগলের সঙ্গে ক্লাউড কম্পিউটিং খাতে ১০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি চুক্তি করেছে মেটা। যা ছয় বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলে লেনদেনের ঘনিষ্ঠ একটি সূত্র বৃহস্পতিবার এএফপিকে জানিয়েছে।

সূত্রটি টেক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনে প্রকাশিত এক প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে। এ চুক্তি অনুযায়ী মেটা গুগলের ডেটা সেন্টারের সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং ও অন্যান্য পরিষেবা ব্যবহার করবে।

তবে এ বিষয়ে মেটা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) ব্যাপক বিনিয়োগের পথে হাঁটছেন। তিনি ওপেনএআই ও অ্যাপলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো থেকে শীর্ষস্থানীয় গবেষকদের মোটা অঙ্কের বেতনে নিজের দলে টানছেন। জাকারবার্গ এমন একটি দল গঠন করছেন, যা তার ভাষায় ‘এআই সুপার ইনটেলিজেন্স’ অর্জনের পথে কাজ করবে।

গত মাসের শেষের দিকে একটি আর্থিক প্রতিবেদনবিষয়ক আলোচনায় জাকারবার্গ বলেন, ‘আমি বিশ্বের সবার জন্য ব্যক্তিগত সুপার ইন্টেলিজেন্স তৈরি করতে উদগ্রীব হয়ে আছি।’

এআই খাতে বিশাল বিনিয়োগের কারণে মেটা এখন অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নেমেছে। সূত্র অনুযায়ী, এই চুক্তিটি গুগলের ক্লাউড ইউনিটের ১৭ বছরের ইতিহাসে অন্যতম বৃহত্তম চুক্তি। গুগলের মূল সংস্থা অ্যালফাবেট জানায়, চলতি বছর তাদের ক্লাউড কম্পিউটিং ব্যবসা থেকে প্রায় ৫০ বিলিয়ন ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে।

মেটাও দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী আর্থিক ফলাফল প্রকাশ করেছে এবং এআই অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য তাদের মূলধন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ১৭ বিলিয়ন ডলারে দাঁড় করিয়েছে। মেটার পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে তাদের মোট মূলধন ব্যয় ৬৬ বিলিয়ন থেকে ৭২ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।

এদিকে ই-মার্কেটার বিশ্লেষক মিন্ডা স্মাইলি জানিয়েছেন, মেটা যদিও ভালো প্রান্তিক ফলাফল দেখিয়েছে, তবু কম্পানির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেমে যাবে না। কারণ তারা এখন এআই দৌড়ে টিকে থাকতে তীব্র চেষ্টায় আছে।

মেটার এআই কৌশল তুলে ধরে এক পোস্টে জাকারবার্গ বলেন, চলতি দশকের বাকি সময়টা কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের জন্য একটি যুগান্তকারী সময় হবে।

তিনি আরো উল্লেখ করেছেন, কম্পানির সর্বোচ্চ অগ্রাধিকার হলো তাদের ব্যবহারকারীদের কাছে এআই পৌঁছে দেওয়া।

মন্তব্য

উইন্ডোজ ১১ আপডেটে বাগ, নষ্ট হচ্ছে এসএসডি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
উইন্ডোজ ১১ আপডেটে বাগ, নষ্ট হচ্ছে এসএসডি
ফাই ছবি : এএফপি

মাইক্রোসফটের সর্বশেষ উইন্ডোজ সিকিউরিটি আপডেট অপ্রত্যাশিতভাবে এসএসডি স্টোরেজে সমস্যা তৈরি করছে, যেখানে গত সপ্তাহের  কেবি৫০৬৩৮৭৮ প্যাচের সঙ্গে এই সমস্যার যোগসূত্র পাওয়া যাচ্ছে। এ বাগের কারণে উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা ড্রাইভ ত্রুটি ও সম্ভাব্য ডেটা হারানোর ঝুঁকিতে পড়েছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পেটরি।

এক্স ব্যবহারকারী নেকোরুসুকির মতে, সর্বশেষ মাইক্রোসফট ডিফেন্ডার আপডেট এমন একটি বাগ তৈরি করেছে যা কিছু স্টোরেজ ড্রাইভকে অদৃশ্য করে দিচ্ছে। এ সমস্যা বড় আকারের ডেটা স্থানান্তরের সময় ঘটে (সাধারণত ৫০ জিবির বেশি), যখন ড্রাইভ ৬০ শতাংশের বেশি ভর্তি থাকে।

এ এসএসডি বাগ মূলত উইন্ডোজ ১১-এর ২৪এইচ২ সংস্করণ চালিত পিসিতে দেখা যাচ্ছে।

ওই ব্যবহারকারী উল্লেখ করেছেন, বাগটি বিশেষভাবে ফাইসন এনএএনডি কন্ট্রোলারকে প্রভাবিত করছে বলে মনে হচ্ছে। তবে রেডিট ব্যবহারকারীরা জানিয়েছেন, সমস্যাটি আডেটা এসপি৫৮০ এর মতো একাধিক এসএসডি ব্র্যান্ড ও মডেলে ঘটছে, এমনকি কিছু হার্ড ড্রাইভকেও (এইচডিডি) প্রভাবিত করতে পারে।

টম’স হার্ডওয়্যারে দেওয়া এক বিবৃতিতে ফাইসন বলেছে, ‘আমরা বুঝতে পারছি এটি কী ধরনের বিঘ্ন তৈরি করেছে ও শিল্প অংশীদারদের সঙ্গে দ্রুত যোগাযোগ করেছি।

আমরা পণ্যের মান ও আমাদের পার্টনার এবং ব্যবহারকারীদের সাফল্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ মুহূর্তে যেসব কন্ট্রোলার প্রভাবিত হতে পারে, সেগুলো পর্যালোচনায় রয়েছে ও আমরা অংশীদারদের সঙ্গে কাজ করছি। প্রভাবিত অংশীদারদের সহায়তা দিতে ও প্রয়োজনীয় সমাধান নিশ্চিত করতে আমরা আপডেট ও পরামর্শ দিয়ে যাব।’

ব্যবহারকারীরা জানিয়েছে, সমস্যা হঠাৎ করে ঘটে, এটি স্লিপ মোড বা নির্দিষ্ট সিস্টেম ইভেন্টের সঙ্গে সরাসরি যুক্ত নয়।

তাছাড়া আক্রান্ত এসএসডিগুলো ফাইল এক্সপ্লোরার, ডিভাইস ম্যানেজার এমনকি বায়োস থেকেও অদৃশ্য হয়ে যায়। কিছু ড্রাইভ সিস্টেম রিবুটের পর আর ফিরে আসে না, ফলে ডেটা উদ্ধার করা কঠিন বা অসম্ভব হয়ে পড়ে।

টেক রাডার জানিয়েছে, এ বাগ সম্পর্কে মাইক্রোসফট তাদের সঙ্গে যোগাযোগ করেছে। মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা এই প্রতিবেদনগুলো সম্পর্কে অবগত ও আমাদের অংশীদারদের সঙ্গে তা তদন্ত করছি।’

তবে এর মধ্যে ক্ষতি এড়াতে আপডেট সাময়িকভাবে স্থগিত রাখতে ও গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ নিতে ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে সম্প্রতি মাইক্রোসফট একটি বাগ ঠিক করেছে, যা নেটওয়ার্ক শেয়ার থেকে উইন্ডোজ আপডেট স্ট্যান্ডঅ্যালোন ইনস্টলার ব্যবহার করে আপডেট ইনস্টল করার সময় ব্যর্থ হচ্ছিল। এই সমস্যাটি উইন্ডোজ ১১ সংস্করণ ২৪এইচ২ এবং উইন্ডোজ সার্ভার ২০২৫ ব্যবহারকারীদের প্রভাবিত করেছিল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ