<p>অসহায় মানুষদের পাশে সব সময় দেখা মেলে তরুণ গায়ক তাসরিফ খানের। ছুটে যান দেশের যেকোনো দুর্যোগে। ২০২২ সালের সিলেটের বন্যায় হাজির ছিলেন এই তারকা। এবার তিনি যথারীতি হাজির হয়েছেন ফেনী, নোয়াখালী লক্ষ্মীপুর এলাকায়। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় দেশের সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছে। বন্যার্তদের উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে ত্রাণ বিতরণেও অংশ নেন এই গায়ক। প্রথম দুই ধাপের এই কার্যক্রম সম্পন্নের পরে এবার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন তাসরিফ খান।</p> <p>তারই ধারাবাহিকতায় ফেনীতে একজন কৃষককে ঘর বানিয়ে দিয়েছেন এই সংগীতশিল্পী। রবিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তাসরিফ নিজেই। গায়ক জানান, ফেনীর বন্যায় সব হারানো কৃষক নূর করিম ভাইয়ের জন্য একটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। যেটি নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ২৫ হাজার ৭৭৫ টাকা।</p> <p>তাসরিফ খান তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ফেনীর বন্যায় সব হারানো কৃষক নূর করিম ভাইয়ের ঘরটি আপনাদের টাকায় তৈরি করেছি। ত্রাণের টাকায় নির্মিত ঘরের ছবি প্রকাশ করে তাসরিফ খান জানান, এ রকম আরো ৫টি ঘরের কাজ চলমান। দোয়া করবেন।</p> <p>প্রসঙ্গত, বন্যার্তদের পাশে থাকাটা একেবারেই নতুন নয় তাসরিফের। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সর্বদা সরব থাকেন এই শিল্পী। এর আগে ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তাসরিফ। যা মুহূর্তেই ভাইরাল হয়। সাধারণ মানুষের সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে আলোচনা ও প্রশংসায় ভাসেন এই শিল্পী।</p>