<p>ভারি বর্ষণ ও উজান থেকে আসা ঢলের পানিতে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে। এই জেলাগুলোর প্রায় সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে সড়কে ভাঙন ও পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো কোনো জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বাড়ছে পানি, ডুবছে মানুষ। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।</p> <p>বন্যাদুর্গতদের জন্য দেশের অন্য সব অঞ্চলের মানুষরা দুঃখ প্রকাশ করছেন। চিন্তায় মগ্ন সব শ্রেনি-পেশার মানুষ। নিকটস্থ এবং সামর্থ্যবানদের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন অনেকে। তাদের মধ্যেই একজন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী।</p> <p>বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা বুবলী। ছবিগুলোয় দেখা যায় প্রবল গতিতে বন্যার পানি প্রবেশ করছে, কেউ জীবন রক্ষায় গামলায় বসিয়েছেন কোমলমতি শিশুকে। আবার কাউকে দেখা যায় গৃহপালিত পশু এবং প্রাণীকে নিরাপদে সরিয়ে নিতে নৌকায় আশ্রয় নিয়েছেন। সব মিলে দুর্বিষহ চিত্র ফুটে উঠেছে।</p> <p>বুবলী লিখেছেন, ‘নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। লাখো মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্থ। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’</p> <p>অভিনেত্রীর এই মানবিক সহায়তার পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। তার সঙ্গে একাত্মতা জানিয়ে সবাইকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ করেছেন ভক্ত অনুরাগীরাও। বুবলী ছাড়াও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের অন্যান্য তারকাগন। যাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, পরীমনি, জায়েদ খান, শাবনূরের মতো তারকা।</p>