<p>দেশীয় শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ জায়েদ খান। নিয়মিত আলোচনায় উঠে আসে অভিনেতার নাম। নিজের কর্মকাণ্ডে প্রায়ই ভাইরাল হন এই অভিনেতা। কখনো শিল্পী সমিতির নির্বাচন ঘিরে, কখনো ডিগবাজি দিয়ে। তবে এবার নতুন করে আলোচনায় জায়েদ খান। হঠাৎ করেই অভিনেতার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে! যে খবরে বেশ অবাক হয়ে যান তার ভক্ত অনুরাগীরাও। তবে জায়েদ জানালেন, বিয়ে করেননি তিনি।</p> <p>সম্প্রতি জায়েদের বিয়ের খবর প্রকাশ করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। জায়েদের সঙ্গে ফেসবুকে দুইটি ছবি প্রকাশ করেছেন জয়। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অসাধারণ পরিবর্তন। মুগ্ধ আমি। উনার (জায়েদ) কিন্তু বিয়ে হয়ে গেছে।’</p> <p>এরপরই জয়ের সেই পোস্টে ভক্তরা একের পর এক মন্তব্য করে জায়েদ খানকে বিয়ের জন্য অভিনন্দন জানাতে শুরু করেন। অনেকেই নায়ককে তার আগামী দিনের জন্য শুভকামনা জানান।</p> <p>এদিকে বিয়ের এই গুঞ্জনের প্রসঙ্গে মুখ খুললেন জায়েদ খান। দেশের জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমকে তিনি জানালেন, বিয়ে করেননি। জয় আলোচনায় রাখতেই এমন স্ট্যাটাস দিয়েছেন তাকে নিয়ে। জায়েদ খান বলেন, ‘বিয়ে করিনি। আর বিয়ে করলে সেটা আপনারা অবশ্যই জানতেন। জয় ভাই মজা করেই সেই স্ট্যাটাস দিয়েছে। তার কাজই আলোচনায় থাকা।’</p> <p>চিত্রনায়িকা নিপুণ আক্তারকে নিয়েও কথা বলেছেন জায়েদ। তিনি বলেন, ‘গতবার যখন আমি শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হলাম, তখন এই মহিলা অন্যায়ভাবে আদালতে গিয়ে দাঁড়ালেন। কিন্তু এবার তো নির্বাচন সুষ্ঠু হয়েছিল বলে মেনে নিয়েছিলেন, তবুও কেন আদালতে রিট করলেন? তার মানে ওনার মানসিক সমস্যা রয়েছে।’</p> <p>জায়েদ খান বর্তমানে দেশেই অবস্থান করছেন। তবে বিগত কয়েকমাসে দেশের বাইরে বিভিন্ন স্থানে স্টেজ শো করেছেন তিনি। খুব শিগগিরই আবার উড়াল দিবেন অন্য কোনো দেশে সেখানকার দর্শকদের মাতাতে।</p>