<p>ভারতের শক্তিমান অভিনেত্রী টাবু। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য ক্রু’ নিয়ে বেশ আলোচনায় ছিলেন অভিনেত্রী। সিনেমাটিতে একজন বিমানসেবিকা হিসেবে নজর কেড়েছেন টাবু। সঙ্গে ছিলেন কারিনা কাপুর খান ও কৃতি স্যানন। ‘ক্রু’-এর সাফল্য উপভোগ করতে না করতেই এবার নতুন সুসংবাদ টাবুর জন্য। হলিউডের এক বিগ বাজেটের সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে। </p> <p>ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, এইচবিও ম্যাক্সের প্রিক্যুয়েল সিরিজ ‘ডুন: প্রফেসি’তে দেখা যাবে অভিনেত্রীকে। জনপ্রিয় চলচ্চিত্র ‘ডুন’-এর গল্পই এবার আসছে সিরিজ আকারে। যদিও সিরিজটির নাম প্রথমে ‘ডুন: দ্য সিস্টারহুড’ রাখা হয়েছিল। তবে নাম বদলে এখন ‘ডুন: প্রফেসি’ করা হয়েছে। এতে টাবুকে সিস্টার ফ্রান্সেসকার চরিত্রে দেখা যাবে। টাবুর চরিত্রের ব্যাখ্যা করে বলা হয়েছে তার চরিত্রটি ভীষণ শক্তিশালী ও বুদ্ধিমতী। সিস্টার ফ্রান্সেসকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সিস্টার ফ্রান্সেসকা একটা সময় সেখানকার রাজার প্রেমিকা ছিলেন, সেখানেই তিনি ফিরবেন রাজধানীর ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে।</p> <p>জানা গেছে, এই প্রিক্যুয়েল সিরিজটি জনপ্রিয় উপন্যাস সিস্টারহুড অব ডুনের উপর ভিত্তি করে বানানো হবে। উপন্যাসটি লিখেছেন ব্রায়ান হার্বার্ট এবং কেভিন জে অ্যান্ডারসন।</p> <p>সিরিজটির পরিচালনা করার কথা ছিল ডেনিস ভিলেনিউভের। কারণ তিনিই সিনেমাটি পরিচালনা করেছিলেন। কিন্তু পরে জানা যায় তিনি সরে দাঁড়িয়েছেন এই প্রজেক্ট থেকে। আনা ফর্স্টার সিরিজটি পরিচালনা করবেন।</p> <p>টাবু ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত অভিনেত্রীদের একজন। তিনি দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। তিনি ‘চিনি কম’, ‘হায়দার’, ‘আন্ধাধুন’-এর মতো চলচ্চিত্রে তার ভূমিকার জন্য তুমুল প্রশংসিত হয়েছেন। সাতটি ফিল্মফেয়ার পুরস্কার রয়েছে টাবুর ঝুলিতে। ‘লাইফ অফ পাই’, ‘দ্য নেমসেক’ এবং বিবিসি মিনিসিরিজ ‘এ সুইটেবল বয়’-এর মতো আন্তর্জাতিক প্রজেক্টেও দেখা গেছে তাকে।</p>