<p>টেলিভিশন সিরিজের জগতে অন্যতম নাম পিকি ব্লাইন্ডার্স। ৬টি সফল সিজনের মাধ্যমে শেষ হওয়া সিরিজটি বিশ্বব্যাপী দর্শকদের সর্বাধিক প্রিয় সিরিজের তালিকায় জায়গা করে নিয়েছে। এবার ছোট পর্দা থেকে বড় পর্দায় আসতে চলেছে পিকি ব্লাইন্ডার্স। দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে সিরিজটিকে সিনেমার পর্দায় তুলে আনার ব্যাপারে। নির্মাতারাও তৈরি। এবার ভক্তদের জন্য দারুণ সুসংবাদও ঘোষণা করলেন নির্মাতারা। পিকি ব্লাইন্ডার্স-এর প্রাণভোমরা টমাস শেলবি হয়ে বড়পর্দাতেও হাজির হচ্ছেন অস্কারজয়ী অভিনেতা সিলিয়ান মারফি। </p> <p>একাডেমি পুরষ্কার বিজয়ী সিলিয়ান মারফি হিট সিরিজ পিকি ব্লাইন্ডার্স-এর আসন্ন চলচ্চিত্রেও টমি শেলবির ভূমিকায় অভিনয় করবেন। সিরিজটি সিনেমার পর্দায় আনার ঘোষণার পর থেকেই ভক্তরা দাবি করে আসছিলেন যে সিলিয়ান মারফিকে ছাড়া চলচ্চিত্রটি সম্পূর্ণ হবে না। শো'টির নির্মাতারাও এ বিষয়ে একমত ছিলেন। অবশেষে সিলিয়ানকেই টমাস শেলবির চরিত্রে দেখা যাবে। অভিনেতা তার অপরাজেয় ক্যারিশমা এবং নিজস্ব শৈলীকে বার্মিংহামের রাস্তায় ফিরিয়ে আনতে প্রস্তুত। নির্মাতাদের ভাষ্যমতে, এই সেপ্টেম্বরে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হবে।</p> <figure class="image"><img alt="1" height="281" src="https://cradleview.net/wp-content/uploads/2023/08/Where-To-Watch-Peaky-Blinders-For-Free.jpg" width="500" /> <figcaption><sup><em>পিকি ব্লাইন্ডার্স</em></sup></figcaption> </figure> <p>প্রশংসিত পিকি ব্লাইন্ডার্সের স্রষ্টা স্টিভেন নাইট সম্প্রতি চলচ্চিত্রটিতে সিলিয়ান মারফিকে অন্তভূক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিন বলেন, ‘সিলিয়ান অবশ্যই ফিরে আসছেন। আমরা সেপ্টেম্বরে এটির শুটিং করছি ডিগবেথের রাস্তায়।’ নতুন বিবিসি সিরিজ ‘দিস টাউন’-এর প্রিমিয়ারে একটি সাক্ষাৎকারে একথা বলেন স্টিভেন নাইট।</p> <p>২০১৩ সালে বিবিসি টু-তে আন্তর্জাতিকভাবে আত্মপ্রকাশ করে পিকি ব্লাইন্ডার্স। এরপর নেটফ্লিক্সে আসার পর তুমুল জনপ্রিয়তা পায় সিরিজটি। প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময়ে ইংল্যান্ডের বার্মিংহামে পিকি ব্লাইন্ডার্স নামক অপরাধমূলক দলের কাহিনীর পটভূমিতে নির্মিত সিরিজটি। </p> <p>এদিকে সদ্যই অস্কার জিতেছেন অভিনেতা সিলিয়ান মারফি। গত বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র ওপেনহাইমারের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার পান তিনি। এ বছর অস্কারের মঞ্চে ছিল ওপেনহাইমারের জয়জয়কার। সেরা পরিচালক হিসেবে অস্কার ঘরে তুলেছেন ক্রিস্টোফার নোলানও। </p>