<p>‘বাংলাদেশের কনটেন্ট আমার খুবই প্রিয়। আমার ইচ্ছা বাংলাদেশে এসে কাজ করি। এখানকার শিল্পীদের সঙ্গে কাজ করার আগ্রহ খুবই বেশি। আমি নির্লজ্জের মতো যখন যেখানে শিল্পী, চলচ্চিত্র সংশ্লিষ্ট কলাকুশলীদের সঙ্গে দেখা হয়, আমি তখন তাদের বলি প্লিজ আমার জন্য ভালো স্ক্রিপ্ট লিখো। আমি এখানে কাজ করতে চাই। এখানে কাজের জন্য খুব অপেক্ষা করছি। আই লাভ ইউ বাংলাদেশ।’ এভাবেই বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।</p> <p>গতকাল সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে স্বস্তিকার সিনেমা ‘বিজয়ার পরে’। দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেন অভিনেত্রী। এরপর হলের বাইরে গণমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী। সেখানেই এসব কথা বলেন স্বস্তিকা।</p> <figure class="image"><img alt="dfxgfg" height="1432" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nifat 2/422226586_6998994346863988_8863607017082129360_n copy.jpg" width="600" /> <figcaption>সিনেমা শুরুর আগে মঞ্চে  স্বস্তিকা মুখার্জী</figcaption> </figure> <p>উৎসবে অংশ নিতে গেল ২০ জানুয়ারি ঢাকায় এসেছেন স্বস্তিকা মুখার্জী। কদিন ধরেই ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াচ্ছেন এই তারকা। তাঁর সিনেমাটি দেখার জন্য অনেক দর্শকে পূর্ণ ছিল জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন। এতে আবেগাপ্লুত হন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি অনেকক্ষণ জ্যামে বসে ছিলাম। গেটের খুব কাছাকাছি এসে মনে হলো, গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে ঢুকে যাই। আমি যখন গেটে নামি তখন দেখি বিশাল লম্বা এক লাইন। আমি ভাবলাম, অনেক সিনেমা চলছে হয়তো তার জন্য এত দর্শক। পরে শুনলাম, তাঁদের সবাই আমার সিনেমা দেখার জন্য এসেছে। আমি ভাবতেই পারিনি, এত মানুষ বৃষ্টির মধ্যে আমার সিনেমা দেখার জন্য জড়ো হয়েছে। আমাকে ভালোবাসা দিচ্ছে। শিল্পী হিসেবে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’</p> <p>এর পরই স্বভাবসুলভ ভঙ্গিতে ঢাকার দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে স্বস্তিকা বলেন, ‘এ বছর আমার বয়স ৪৩ পূর্ণ হলো। হিরোইনদের বয়স বাড়লে একটু ভয় লাগে। মন খারাপ লাগে এই ভেবে যে মনে হয় মানুষের ভালোবাসা বুঝি এই একটু কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এসে সেই ধারণাটা আমার মন থেকে মুছে গেছে।’</p> <figure class="image"><img alt="gfdjhxyhu" height="670" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nifat 2/422058723_2736443576494898_5101629323058490204_n.jpg" width="600" /> <figcaption>সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছেন স্বস্তিকা মুখার্জী</figcaption> </figure> <p>দেশের দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে এ সময় স্বস্তিকা আরো বলেন, ‘সারা বছর সোশ্যাল মিডিয়ায় আপনারা যে ভালোবাসা দেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। ঢাকায় এসে যেখানেই যাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি, এত উন্মাদনা দেখছি।’</p> <p>গত ২০ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই ২২তম আসর। এটি দেশের বৃহত্তম চলচ্চিত্র আয়োজন। যদিও উৎসবটি ঘিরে প্রতিবারই নানা অব্যবস্থার অভিযোগ ওঠে। তবু চোখে পড়ার মতো উন্নতি দেখা যায়নি এবারও। এবার ৭৪টি দেশের ২৫২টি ছবি অংশ নিচ্ছে উৎসবে। আগামী ২৮ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে এই চলচ্চিত্রযজ্ঞের।</p>