<p>দেশের স্ট্যান্ডআপ কমেডিয়ানদের নিয়ে শুরু হয়েছে নতুন এক উদ্যোগ। চালু হলো ‘কমেডি হাউজ’। নতুন এই উদ্যোগের প্রধান কাজ মানুষের মাঝে স্ট্যান্ডআপ কমেডি ছড়িয়ে দেয়া। পাশাপাশি নিয়মিত শোয়ের মাধ্যমে নতুন নতুন স্টান্ডআপ কমেডিয়ানকে তৈরি করা। যার প্রথম উদ্যোগ হিসেবে রেস্টুরেন্টে শুরু হয়েছে স্ট্যান্ডআপ কমেডি পরিবেশন। গত ১৪ ডিসেম্বর রাজধানীর চাপ সামলাও রেস্টুরেন্টে হয়ে গেলো কমেডি হাউজের প্রথম অনুষ্ঠান। </p> <p><br /> কমেডি হাউজের পরিচালক শাওন মজুমদার বলেন, ‘টেবিলে বসে মেনুকার্ড দেখতে দেখতে অথবা খাবার খেতে খেতে আমাদের কমেডি উপভোগ করছে সবাই। এটা আমাদের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা ছিলো। ওই দিন আমরা টানা দুই ঘণ্টা স্টান্ডআপ কমেডি পরিবেশন করেছি। উপস্থিত দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। ইচ্ছা আছে নিয়মিত এটি করার।’<br /> স্ট্যান্ডআপ কমেডির নতুন কমিউনিটি ‘কমেডি হাউজ’—এর আয়োজনে ওই রেস্টুরেন্টে প্রতি মাসের দুই বৃহস্পতিবার এই পরিবেশনা চলবে বলেন জানান তিনি।ধীরে ধীরে এটি রাজধানীর বিভিন্ন রেস্তোরায় ছড়ানোর উদ্যোগ নেয়া হবে। <br /> গেল ১৪ ডিসেম্বর এই পরিবেশনায় অংশ নেন দেশী বিদেশী কমেডি বিষয়ক রিয়েলিটি শো হাশো ও মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন সিজনের প্রতিযোগিরা। এ তালিকায় ছিলেন মোহাম্মদ পরশ, মিজানুর রহমান ঋজু, মাসঊদ আহমেদ, তারেক মাহমুদ, সৈয়দ রেদওয়ান হোসেন বিপ্রো এবং শাওন মজুমদার। এতে সবাই যেমন মজার ছলে নিজের চাকরি থেকে শুরু করে জীবনযাপনের নানা রকম অভিজ্ঞতা শেয়ার করেন তেমনি শোনান জোকসও। <br /> শো শেষে উপস্থিত দর্শক–অতিথিদের নিয়ে গ্রুপ ফটো সেশনের মাধ্যমে শোয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। কমেডি হাউজের আগামী শো ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার একই জায়গায়। <br />  </p>