<p>বিজয় দিবসের নাটকে অভিনয় করলেন গুণী অভিনেত্রী ত্রপা মজুমদার। কদিন আগে বিটিভির জন্য নির্মিত হয়েছে নাটক ‘তাহার সন্ধানে’। এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। <br /> নাটকের চরিত্রটি প্রসঙ্গে কালের কণ্ঠকে তিনি বলেন, ‘অনেক দিন পরে বিটিভির নাটক করলাম। শুটিং করেছি এ মাসেই। এটা দুজন মুক্তিযোদ্ধার গল্প। একজন মুক্তিযোদ্ধা বিদেশ থেকে এসে আরেক যুদ্ধাহত যোদ্ধাকে খোঁজার গল্প। এইতো। আর আকরাম খানের সঙ্গে এটা আমার প্রথম কাজ। কাজ করে ভালো লেগেছে।’<br /> আকরাম খানের রচনা ও নির্দেশনায় এটি প্রযোজনা করেছেন মো. নাসির উদ্দিন। নাটকের গল্প প্রসঙ্গে জানা যায়,  প্রবাসী বাঙালি মুক্তিযোদ্ধা ফরহাদ প্রতিবছর একাত্তরে হারিয়ে যাওয়া প্রেমিকার সন্ধানে দেশে আসেন। ফরহাদের অনুসন্ধানে যুক্ত হয় তরুণ প্রামাণ্য চলচ্চিত্রকার রাকিব ও তার বান্ধবী শেমন্তি। শেমন্তির বড় খালা মুক্তিযুদ্ধে পা হারানো বীরাঙ্গনা দীপালী যুদ্ধের স্মৃতি আর এক স্বর্ণালি প্রতুষ্যের আশা নিয়ে হুইলচেয়ারে আছেন প্রতীক্ষায়। ফরহাদ কি খুঁজে পাবে তার হারিয়ে যাওয়া প্রেমিকাকে?<br /> আগামীকাল ১৬ ডিসেম্বর শনিবার রাত ৯টায় বিটিভির পর্দায় দেখা যাবে নাটকটি। নাটকটিতে ত্রপা মজুমদার ছাড়াও অভিনয় করেছেন তনয় বিশ্বাস, আরমান পারভেজ মুরাদ, শেখ স্বপ্না, আকরাম খান, আদ্রিতাসহ আরো অনেকে।<br />  </p>