<p>সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুরের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘অ্যানিমেল।’ মুক্তির পরপরই বিশ্ববাপী তোলপাড় ফেলে দেয় সিনেমাটি। প্রথমবারের মতো রণবীরকে এমন দুর্ধর্ষ অ্যাকশন লুকে দেখা গেছে। বক্স অফিসে ব্যাপক আয়ের পাশাপাশি দারুণ প্রশংসাও পাচ্ছেন রণবীর। তবে অ্যানিমেলে রণবীরের সঙ্গে টক্কর দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা ববি দেওল। সিনেমায় স্বল্প সময়ের উপস্থিতিতে দর্শকদের মাত করেছেন এই অভিনেতা।</p> <p>অ্যানিমেলে ববি দেওল সবচেয়ে বেশি নজর কেড়েছেন তার পরিচয় দৃশ্যে। একটি গানের মাধ্যমে অ্যানিমেলে ববির চরিত্রটি পরিচয় করানো হয় যে গানটি এখন রীতিমতো ভাইরাল। শুধু ভাইরালই নয়, সামাজিক মাধ্যমের সব প্লাটফর্মে ‘জামাল-কদু’ বা ‘জামাল জামালু’ নামের গানটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে। ভিন্ন ভাষার গানটি বিমোহিত করেছে সব শ্রেনীর দর্শক-শ্রোতাদের। </p> <p><iframe frameborder="0" height="400" scrolling="no" src="https://www.youtube.com/embed/eUNFc73qxlg" width="600"></iframe></p> <p>কিন্তু আপনি জানেন কি, বিপুল জনপ্রিয় এই গানটি আসলে ভারতীয় গান নয়। এটি ইরানের লোকসংগীত। ইতিহাস বলছে, ১৯৫০ সালের দিকে দক্ষিণ ইরানে একদল তরুণী নিজেদের স্কুলে প্রথমবার এই গানটি গেয়েছিলেন। এরপর থেকে ধীরে ধীরে খারাজেমি গার্লস হাই স্কুলে গাওয়া এই গানটি হয়ে ওঠে পারস্য সংস্কৃতির অঙ্গ। ইরানের বিয়ের অনুষ্ঠানে এই গান গাওয়ার রীতি রয়েছে। এই গানটিই অ্যানিমেলে ববি দেওলের বিয়ের দৃশ্যে ব্যবহার করা হয়েছে।</p> <p>ইরানি সেই গানটির বাংলা অর্থ দাঁড়ায়, ‘ও প্রিয়, আমার হৃদয় নিয়ে খেলা করো না। তুমি অন্য কোথাও যাচ্ছ যা আমায় পাগল করে দিচ্ছে। ও প্রিয় আমার হৃদয় নিয়ে খেলো না।’</p> <p>পঞ্চাশের দশকের ইরানি স্কুলছাত্রীদের গাওয়া গানটি ‘অ্যানিমেল’সিনেমার জন্য নতুন সংস্করণ তৈরি করেন সংগীতশিল্পী হর্ষবর্ধন রামেশ্বর। ফারসি ভাষায় লেখা গানটি ইরানি কবি বিজান সামান্দারের কবিতার গীতিরূপ। </p> <p>সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাইরাল গানটি প্রসঙ্গে ববি দেওল বলেন, ‘চেনা ছক ভাঙার কথা বলেছিলেন পরিচালক। তাই ওভাবে নেচে খানিক অন্যরকম একটা চরিত্র প্রতিষ্ঠা করার ছিল।’ ববি দেওল নিজের কাজটা দারুণভাবেই করেছেন। তার নাচ ও গানটির চমৎকার মেলোডিয়াস সুর দর্শকদের এক সুতায় গেঁথে ফেলেছে বলা যায়। এখন সামাজিক মাধ্যমে শুধুই ‘জামাল-কদু’ গানের ঝড় চলছে। বছরের সবচেয়ে ভাইরাল একটি গান হিসেবেই বছর শেষে জায়গা করে নিয়েছে জামাল-কদু।</p>