kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০২০ ০১:২০ | পড়া যাবে ১ মিনিটেঅভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত

অমিতাভ বচ্চনের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন অভিষেক বচ্চনও। শনিবার দিবাগত রাতে দু'জনেই টুইট করে এই খবর জানিয়েছেন। অমিতাভের টুইটের এক ঘণ্টা পরেই অভিষেক বচ্চনও টুইট করে জানান তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও অভিনেতা জানান, তিনি ও তার বাবা দু'জনেরই সংক্রমণ মৃদু। তাদের শারীরিক অবস্থাও স্থিতিশীল।

অভিষেক বচ্চন টুইট পোস্টে লিখেছেন, কিছু সময়ের ব্যবধানে আমার বাবা ও আমার করোনা টেস্ট পজিটিভ এসেছে। আমরা করোনায় আক্রান্ত। আমাদের পরিবারের সব সদস্য ও কাজের লোকদেরও টেস্ট করা হচ্ছে। দয়া করে কেউ দুশ্চিন্তা না ছড়িয়ে প্রার্থনা করুন।

এর আগে শনিবার রাতে নিজের অসুস্থতার কথা নিজেই টুইট করে জানান অমিতাভ বচ্চন। টুইট করে তিনি জানিয়েছেন যে করোনায় আক্রান্ত হয়েছেন। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তার পরিবারের সদস্য ও স্টাফদেরও পরীক্ষা করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা