kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

চাঙ্কি পান্ডের ভাতিজি আলানাকে গণধর্ষণের হুমকি!

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুন, ২০২০ ০৮:২৪ | পড়া যাবে ১ মিনিটেচাঙ্কি পান্ডের ভাতিজি আলানাকে গণধর্ষণের হুমকি!

বিকিনি পরা ছবি শেয়ার করেছিলেন। এ কারণেই ধর্ষণের হুমকি দেওয়া হলো চাঙ্কি পান্ডের ভাতিজিকে অর্থাৎ অনন্যা পান্ডের কাজিন বোন আলানা পান্ডেকে।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্ট্যাটাস শেয়ার করেন আলানা। সেখান তিনি জানান, গত মাসে এক নারী তাঁকে কার্যত হুমকি দেন। তাঁর বিকিনি ছবি দেখে ওই নারী লেখেন, আলানা যে পোশাক পরেছেন, তাতে তাঁর গণধর্ষণ হওয়া উচিত। নিজের সম্পর্কে আচমকা ওই ধরনের মন্তব্য শুনে কার্যত চুপ হয়ে যান আলানা। 

এমনকী, ওই স্ট্যাটাসে তাঁর বাবা, মাকেও ট্যাগ করা হয়। এরপর আলানা সঙ্গে সঙ্গে ওই নারীর কমেন্ট ডিলিট করে দেন। শুধু তাই নয়, তাঁকে ব্লকও করে দেন আলানা।

তবে এই প্রথম নয়, এ আগে বেশ কয়েকবার কিংবা এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের কুকথা বলা হয় তাঁকে। ইনস্টাগ্রামে তাঁর ছবি দেখে কখনও অপমান করা হয় তাঁকে আবার কখনও কটূক্তি করা হয়। যা দেখে এখন চোখ অভ্যস্ত হয়ে গিয়েছে বলেও জানান বছর ২৪-এ এই মডেল।

মন্তব্যসাতদিনের সেরা