kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

২১ দিন ঘরবন্দিতে খাদ্য সংকটে পড়েছিলেন

কালের কণ্ঠ অনলাইন   

৯ এপ্রিল, ২০২০ ১১:১১ | পড়া যাবে ১ মিনিটে২১ দিন ঘরবন্দিতে খাদ্য সংকটে পড়েছিলেন

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারা বিশ্বের মানুষ ঘরবন্দি জীবনযাপন করছে। বাংলাদেশের মানুষও এর বাহিরে নয়। এইসময়ে কারো কারো বাসায় প্রয়োজনীয় খাদ্যদ্রব্য শেষ হয়ে গিয়েছে। চিত্রনায়িকা শাহনূরের বাসায়ও খাদ্য সংকট তৈরি হয়েছে।

গত ২১ দিন থেকে ঘরবন্দি জীবনযাপন করছেন চিত্রনায়িকা শাহনূর। খাবার কিনে মজুতও করেননি। আর এ কারণে খাবার সংকটে পড়েছেন এই অভিনেত্রী।

শাহনূর বলেন, ‘টানা ২১ দিন বাসা থেকে বের হচ্ছি না। বাসায় খাবার মজুদ করিনি। এখন বাসার সব খাবার শেষ।

 বাসায় সময় কীভাবে কাটছে? জানতে চাইলে তিনি বলেন, ‘নামাজ, রোজা রেখে বাসায় সময় কাটছে। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার রোজা রাখি। এছাড়া ভাইয়ের দুইটা বাচ্চা আর আম্মুকে সময় দিয়েই দিন কাটছে আমার। সচেতন করার জন্য ফেসবুকে লাইভ করছি মাঝে মাঝে।

মন্তব্যসাতদিনের সেরা