kalerkantho

রবিবার। ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৭ জুন ২০২০। ১৪ শাওয়াল ১৪৪১

করোনা ভাইরাসের ‘ওষুধ’ বেচতে গিয়ে গ্রেপ্তার আয়রন ম্যান-অভিনেতা

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০২০ ১৮:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা ভাইরাসের ‘ওষুধ’ বেচতে গিয়ে গ্রেপ্তার আয়রন ম্যান-অভিনেতা

করোনাভাইরাসের ‘ওষুধ’ বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন আয়রন ম্যান টু সিনেমার অভিনেতা কেথ লরেন্স মিডিলব্রুক। বুধবার যুক্তরাষ্ট্রের লস আঞ্জেলেস থেকে তাকে গ্রেপ্তার করে এফবিআই।

ক্রেতা সেজে, ফাঁদ পেতে মিডিলব্রুককে গ্রেপ্তার কররা হয়। করোনা আক্রান্তদের দ্রুত সারিয়ে তোলার ভুয়া ওষুধ বিক্রির অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

১৬ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন মিডিলব্রুক। দোষী সাব্যস্ত হলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।

যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ইতোমধ্যেই দেশটিতে রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৪৩ জন।

মন্তব্যসাতদিনের সেরা