kalerkantho

সোমবার । ২৩ চৈত্র ১৪২৬। ৬ এপ্রিল ২০২০। ১১ শাবান ১৪৪১

নিজের বিয়ের অনুষ্ঠানে নেচে মাত করলেন নেহা পেনসে

কালের কণ্ঠ অনলাইন   

৫ জানুয়ারি, ২০২০ ১৬:১২ | পড়া যাবে ১ মিনিটেনিজের বিয়ের অনুষ্ঠানে নেচে মাত করলেন নেহা পেনসে

শার্দুল ব্যাসের সঙ্গে আংটি বদল সেরে ফেললেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী নেহা পেনসে৷ গ্রহ পূজা দিয়ে সম্প্রতি শুরু হয় নেহার বিয়ের অনুষ্ঠান। এরপর শার্দুল ব্য়াসের সঙ্গে পরপর মেহেদি এবং সঙ্গীতে হাসি মুখে হাজির হন অভিনেত্রী৷ শার্দুলের সঙ্গে সঙ্গীতের অনুষ্ঠানে ডান্স ফ্লোর মাতিয়ে দিতে দেখা গেল নেহাকে।

ফ্লোরাল লেহঙ্গা পরে নেহা যখন ডান্স ফ্লোরো হাজির হন, সেই সময় জনপ্রিয় পাঞ্জাবি গানের সঙ্গে নাচতে দেখা যায় বিগ বসের প্রাক্তন প্রতিযোগীকে৷ নেহার সঙ্গে তাল মিলিয়ে ওই অনুষ্ঠানে নাচতে দেখা যায় শার্দুল ব্যাসকেও৷

সম্প্রতি শার্দুল ব্যাসের সঙ্গে ঠোঁটে ঠোঁট মিশিয়ে নতুন বছর শুরু করেন নেহা পেনসে৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নেহা শেয়ার করেন সেই ছবিও৷ টেলিভিশন অভিনেত্রীর সেই ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।

নিজের বিয়ের অনুষ্ঠানে নেচে মাত করলেন নেহা পেনসে

মন্তব্যসাতদিনের সেরা