kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

এমির মঞ্চে উজ্জ্বল গেম অব থ্রোনস! শ্রেষ্ঠত্বের তালিকায় আর কারা?

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩২ | পড়া যাবে ২ মিনিটেএমির মঞ্চে উজ্জ্বল গেম অব থ্রোনস! শ্রেষ্ঠত্বের তালিকায় আর কারা?

গত রবিবার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হয়েছিল ৭১তম এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান। আর এবারের সেই মঞ্চ মাতিয়ে দিল ‘গেম অব থ্রোনস’, ‘চার্নোবিল’ এর মতো টিভি সিরিজ। শ্রেষ্ঠ ড্রামা সিরিজ হওয়ার পাশাপাশি অনেকটি বিভাগে পুরস্কৃত হয় গেম অব থ্রোনস। এছাড়াও লিমিটেড সিরিজে সেরার সেরা তকমা পেয়েছে 'চার্নোবিল'। 'চার্নোবিল' এর জন্য সেরা লেখকের সম্মান পেয়েছেন ক্রেগ মাজিন।

এক ঝলকে দেখে নিন শ্রেষ্ঠত্বের তালিকা-

আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ: গেম অব থ্রোনস
আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ: ফ্লিব্যাগ 
শ্রেষ্ঠ অভিনেতা, ড্রামা: বিলি পর্টার, পোজ ইভ
শ্রেষ্ঠ অভিনেত্রী, ড্রামা: জোডি কোমার, কিলিং
শ্রেষ্ঠ অভিনেতা, কমেডি: বিল হার্ডার, বেরি
শ্রেষ্ঠ অভিনেত্রী, কমেডি: ফিবে ওয়ালার ব্রিজ, ফ্লিব্যাগ
শ্রেষ্ঠ সহঅভিনেতা, ড্রামা: পিটার ডিঙ্কলেজ, গেম অব থ্রোনস
শ্রেষ্ঠ সহঅভিনেত্রী, ড্রামা: জুলিয়া গার্নার, ওজার্ক
শ্রেষ্ঠ সহঅভিনেতা, কমেডি: টোনি শ্যালহুব, দ্য মার্ভেলাস মিসেস মেইজেল
আউটস্ট্যান্ডিং লিমিটেড সিরিজ: চার্নোবিল
আউটস্ট্যান্ডিং টেলিভিশন মুভি: ব্ল্যাক মিরর, ব্যান্ডেরস্ন্যাচ
শ্রেষ্ঠ অভিনেতা, লিমিটেড সিরিজ বা মুভি: ঝারেল জেরম, হোয়েন দে সি আস
শ্রেষ্ঠ অভিনেত্রী, লিমিটেড সিরিজ বা মুভি: মিশেল উইলিয়ামস, ফসে/ ভেরদ
শ্রেষ্ঠ সহঅভিনেতা, লিমিটেড সিরিজ বা মুভি: বেন উইশও, আ ভেরি ইংলিশ স্ক্যান্ডল
শ্রেষ্ঠ সহঅভিনেত্রী, লিমিটেড সিরিজ বা মুভি: প্যাট্রিকা আরকেট, দ্য অ্যাক্ট
প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান: রু পল’স ড্র্যাগ রেস
ভ্যারাইটি স্কেচ সিরিজ: স্যাটার্ডে নাইট লাইভ

মন্তব্যসাতদিনের সেরা