<p style="text-align:justify">বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রমজান মিয়া জীবন (২৬) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। মৃত রমজান পুরান ঢাকার আলুবাজার এলাকায় একটি জুতা তৈরির কারখানার শ্রমিক ছিলেন। </p> <p style="text-align:justify">কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাঠানহাটি গ্রামের মো. জামাল মিয়া ও আমেনা খাতুনের ছেলে জীবন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার স্ত্রী সাহারা খাতুন সন্তানসম্ভাবনা বলে জানা গেছে। </p> <p style="text-align:justify">রমজান মিয়ার চাচা মো. রোমান বলেন, ‘রমজান বিএনপির কর্মী ছিলেন। গত ৫ আগস্ট তিনি মিরপুরের বাসায় যাওয়ার কথা বলে সকালে কারখানা থেকে বের হন। পরে গুলিস্তানে আওয়ামী লীগ অফিসের আশপাশের এলাকায় সকাল আনুমানিক ১১টার দিকে আহত হন। পরে সেখানকার লোকজন তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেয়।’  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছুটির পর ট্রাইব্যুনাল পুনর্গঠন, দ্রুতই বিচারকাজ শুরু : আইন উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728483244-e001511c2bc2fc113804b9c8c794dd5a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছুটির পর ট্রাইব্যুনাল পুনর্গঠন, দ্রুতই বিচারকাজ শুরু : আইন উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/09/1433517" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘আমরা সংবাদ শুনে ঢামেক হাসপাতালে এসে তাকে আহতদের মাঝে খুঁজে পাই। শুনেছি তার মাথায় গুলি লেগেছে। তার মাথায় গুরুতর জখম ছিল। তার জ্ঞান ছিল না। এরপর আর তার জ্ঞান ফেরেনি। আজ তার মৃত্যু হয়েছে।’ </p> <p style="text-align:justify">ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’</p>