<p style="text-align:justify">রাজধানীর বাড্ডার প্রগতি সরণি সড়কে আকাশ পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম আইরিন (২৪)। তিনি নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কম্পানির কর্মী। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="লেবানন থেকে দেশে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728456510-38a73d67a397546e2210c50fed6844ae.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">লেবানন থেকে দেশে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/09/1433417" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">আজ বুধবার (৯ অক্টোবর) সকালে ওই সড়কের ফুজি ট্রেড সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই কম্পানিটির কয়েকশ কর্মী ঘটনাস্থলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রগতি সরণি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। </p> <p style="text-align:justify">গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জিয়া উদ্দিন আহম্মেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">তিনি বলেন, বাড্ডা ট্রাফিক জোনের অধীন ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কম্পানির একজন নারী কর্মী ঘটনাস্থলেই মারা যান। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। ওই কম্পানির কর্মীরা রাস্তায় অবস্থান নেওয়ার কারণে রামপুরা থেকে যমুনা ফিউচার পার্কের দিকে রাস্তার এক পাশের লেনে গাড়ি চলাচল করছে। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে। সড়কে অবস্থান নেওয়া লোকজন সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="উসকানি দেওয়ার মামলা : খালাস পেলেন ফখরুল-খসরু-রিজভী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728455850-af319136edcc3a52d098c8f0b3e26495.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">উসকানি দেওয়ার মামলা : খালাস পেলেন ফখরুল-খসরু-রিজভী</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/09/1433415" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এ বিষয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস বলেন, সকাল আনুমানিক নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর আমরা ঘাতক বাসটিকে জব্দ করেছি। তবে ঘটনাস্থলে চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="দেশের সব বিভাগেই বৃষ্টির আভাস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728454983-ef0c4ac2847290ff436f99f4165ebb1b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">দেশের সব বিভাগেই বৃষ্টির আভাস</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/09/1433410" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, দুর্ঘটনার পর নেক্সট ভেনচার কম্পানির কর্মীরা রাস্তা অবরোধ করেন। তাদের অনেকেই রাস্তা ছেড়ে এখন চলে গিয়েছেন। তবে কিছু লোকজন এখনো আছেন, তারা সরে গেলে যান চলাচল আবার স্বাভাবিক হবে।</p>