<p style="text-align:justify">রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p style="text-align:justify">র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। </p> <p style="text-align:justify">আসাদকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‌্যাব।</p>