<p style="text-align:justify">শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকারের (অব.) চুক্তির বাকি মেয়াদ বাতিল করেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।</p> <p style="text-align:justify">জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকারের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরো সাত মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726755206-f036d2a614b17b8b4458754dd5201bba.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরো সাত মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/09/19/1426973" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এর আগে গত ৪ এপ্রিল দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার (অব.)। চার মাসের মাথায় তার নিয়োগ বাতিল করল সরকার।</p>