<p style="text-align:justify">রাজধানীর যাত্রাবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে হাসান মেহেদী নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। তার একাধিক সহকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন। </p> <p style="text-align:justify">আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">তার সহকর্মীরা জানান, নিহত সাংবাদিক হাসান মেহেদী ঢাকা টাইমসে কর্মরত ছিলেন। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন নিউজ২৪-এর রিপোর্টার ছিলেন।</p> <p style="text-align:justify">নিহত মেহেদীর সাত মাসের একটি কন্যাসন্তান রয়েছে। তিনি পরিবারসহ যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।</p>