<p>কাজে যোগ না দেওয়া ১৮৭ জন পুলিশ সদস্য সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।</p> <p>শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজশাহীতে বিজিবির দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গণফোরামের সঙ্গে বৈঠকে ড. ইউনূস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729330662-9044295f5f8819e0346c6e24986c84d4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গণফোরামের সঙ্গে বৈঠকে ড. ইউনূস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/19/1436783" target="_blank"> </a></div> </div> <p>এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের (পলাতক পুলিশ সদস্যদের) দেখামাত্র গ্রেপ্তার করা হবে এবং অপরাধী হিসেবে বিচার করা হবে।’</p> <p>অন্য এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরে মেরিটের বাইরে অন্য বিবেচনায় বিসিএসে যারা নিয়োগ পেয়েছেন তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাশিয়ার শস্য রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৩০.৮ মিলিয়ন টন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729331521-9c34a5aa1bb6aeee740d1d4d60f91a1a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাশিয়ার শস্য রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৩০.৮ মিলিয়ন টন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/19/1436786" target="_blank"> </a></div> </div> <p>স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘পুলিশের মনোবলের উন্নতি হচ্ছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো কিছুদিন সময় লাগবে।’</p>