<p>চট্টগ্রামের আনোয়ারায় বলাৎকারে অভিযোগে মো. আব্দুল আলীম (৫৬) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে গ্রেপ্তার করে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।</p> <p>আলীম বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আফাজ উল্লাহ ছেলে। ১৪ অক্টোবর বৈরাগ প্রাইমারি স্কুলের সামনে আব্দুল আলীম মার্কেটর দ্বিতীয় তলায় তার ব্যবসায়িক অফিসে বলাৎকারের ঘটনা ঘটে।</p> <p>উপযুক্ত বিচারের দাবি করে মামলার বাদী বলেন, ‘আমার ১৩ বছরের ছেলেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের অফিসে নিয়ে বলাৎকার করে আলীম। পরবর্তীতে এ ঘটনা প্রকাশ না করতে চুরি ও অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেন তিনি।’</p> <p>আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, বলাৎকারে অভিযোগে আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়। তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।</p>