<p>ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো. আরমান (৪২), কাজী তারেক (৩৪), আমজাদ হোসেন (২৭), সাজ্জাদ মনা (২২), আশরাফুল ইসলাম হিমেল (২০), আবু সাঈদ (২৭)।</p> <p>সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে নবীনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হুমায়ুন কবীর, এসআই (নি.) নাছির উদ্দিন ভূইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা নবীনগর থানাধীন বড়িকান্দি ইউপিস্থ ধরাভাঙ্গা গ্রামের বালু মহলের অফিস কক্ষের সামনে নদীর তীরে ডাকাতির প্রস্তুতিকালে ১টি ইঞ্জিন চালিত স্পিডবোর্ড, ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৭ রাউন্ড কার্তুজ, ২ টি লম্বা দাসহ ৬ জনকে গ্রেপ্তার করেন।</p> <p>নবীনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৭ রাউন্ড কার্তুজ, ২টি লম্বা দাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।</p>