<p>চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম আলোনিয়া গ্রামে চোর সন্দেহে মো. রাকিব নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে।</p> <p>নিহত রাকিব আলোনিয়া গ্রামের রাজমিস্ত্রি বাবর হোসেনের ছেলে। তার একটি শিশু সন্তান রয়েছে। তার বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। </p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পাশের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নাপিতের চর গ্রামে চুরির ঘটনা ঘটে। আলোনিয়া গ্রামে এ খবর প্রচারিত হলে ভোর রাতে চোর ধরা পড়েছে বলে শোরগোল উঠে। ততক্ষণে অনেকেই জড়ো হন। এক পর্যায়ে অন্ধকারে পিটিয়ে জখম করা হয় রাকিব নামের ওই যুবককে। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি।</p> <p>আবুল কালাম বলেন, ভোরে ঘরের দরজা খুলে পুকুরে যাই ফজরের নামাজের ওজু করতে। কিন্তু কখন কোন সুযোগে চোর ঘরে ঢুকে তা আমিও দেখিনি।</p> <p>এ সময় ১ লাখ ২০ হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ করেন তিনি। </p> <p>গৃহকর্তার ছেলের স্ত্রী সুমী আক্তার বলেন, ‘আমাদের ঘরে চুরি হয়েছে সত্যি। কিন্তু এই লোক সেই চোর কি না, তা আমরা নিশ্চিত না। </p> <p>এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের বোন মাফিয়া বেগম। তিনি বলেন, ‘আমার ভাই সত্যি যদি চুরি করে থাকে। তাহলে তাকে না মেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিলেই হতো। আর সে যে ১ লাখ ২০ হাজার টাকা চুরি করেছে তা কেন তার কাছ থেকে উদ্ধার হলো না? এখন তার পরিবার কে দেখবে?’</p> <p>স্থানীয় বাসিন্দা শামছুল আরেফিন মুকুল বলেন, চুরির অপবাদ দিয়ে রাতের আঁধারে এভাবে পিটিয়ে মেরে ফেলা ঠিক হয়নি। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের খুঁজে বের করতে হবে।</p> <p>স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান জানান, শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় রাকিবকে। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই মারা যান ওই যুবক। </p> <p>ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ সরকার বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে কেন এবং কী কারণে এমন হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করা হয়েছে।</p>