<p style="text-align:justify">কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামে বজ্রাঘাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৯ জন। বুধবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাতে একই এলাকায় ১৩ জন তড়িতাহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। অন্য ৯ জনের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।</p> <p style="text-align:justify">দৌলতপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।</p>