<p style="text-align:justify">চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর শহরের খুলশীর বাসায় ও রাউজান উপজেলার গহিরা গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এর মধ্যে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে গহিরা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। বিকালে খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ইমপেরিয়াল হিলের অধ্যাপক ব্যারেজ নামের ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ পরিবারের নামে দেশের ২৫ শতাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/26/1727319643-33acb13c1bf637dc3216fbf3a4cba725.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ পরিবারের নামে দেশের ২৫ শতাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/09/26/1429053" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, ‘গহিরা গ্রামে ফজলে করিম চৌধুরীর বাড়ির আলমারিতে থাকা একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, একটি এলজি, একটি রিভলবার, একটি শটগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল। বাকি অস্ত্র অবৈধ। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেওয়ায় সেটিও অবৈধ হয়ে যায়। অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় রাউজান থানায় মামলা হয়েছে।’</p> <p style="text-align:justify">বিকালে খুলশী আবাসিক এলাকার বাসায় অভিযান চালানো চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘ফজলে করিম চৌধুরীর খুলশী এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছে। কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এনআইডি ভোগান্তির যেন শেষ নেই!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/26/1727317769-c8666a1c15ec948670ea87d7870fcda2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এনআইডি ভোগান্তির যেন শেষ নেই!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/26/1429051" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এ বি এম ফজলে করিমসহ তিন জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে ১০টি। এসব মামলায় গ্রেফতার দেখানোর জন্য নিরাপত্তার কারণে তাকে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে আনা হয়।</p> <p style="text-align:justify">গত মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফজলে করিমকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। রাউজানে মুনিরীয়া যুব তবলিগ কমিটির ইবাদতখানা ভাঙচুর, অগ্নিসংযোগের দুই মামলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের ঘটনায় পাঁচলাইশ ও চান্দগাঁও থানার দুই মামলা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক নুরুল আলম হত্যার ঘটনায় চকবাজার থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে আখাউড়ায় দুই বাংলাদেশি আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/26/1727303192-12cfb3a906bf82166ed93b0a22554bc5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে আখাউড়ায় দুই বাংলাদেশি আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/26/1429046" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মঙ্গলবার বিকালে ফজলে করিমকে প্রিজনভ্যানে করে নিয়ে যাওয়ার সময় লোকজন ডিম ছুড়ে মারেন। এ সময় তার ফাঁসির দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। বর্তমানে রাউজান থানার এক মামলায় ফজলে করিমকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে জেলা গোয়েন্দা পুলিশ।</p> <p style="text-align:justify">সূত্র : বাংলা ট্রিবিউন</p>