<p>ফরিদপুরের ভাঙ্গায় প্রতিমা ভাঙচুরের সন্দেহে সঞ্জিত বিশ্বাস (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ওই ব্যক্তি ভাঙ্গা বাজারের চাউলপট্টি এলাকায় হরি মন্দির ও থানা রোডের কালিমন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুর করেছেন বলে জানিয়েছে ফরিদপুর জেলা পুলিশ। </p> <p>এ ঘটনার পর সোমবার বিকেলে ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ-খুদা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভা করেন। এ সময় ফরিদপুর জেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তারা ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  </p> <p>পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে প্রতিমা ভাঙচুর করার ঘটনায় রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তদন্তকালে কালিমন্দিরের সামনে একজন বৃদ্ধ ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখা যায়। জিজ্ঞাসাবাদে একজনকে (বৃদ্ধ ব্যক্তি) স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করে। অন্য ব্যক্তিকে ভাঙ্গা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বাংলা ও হিন্দি ভাষায় কথা বলেন। ভারতের নদীয়া এলাকার নিশিকান্ত বিশ্বাসের ছেলে সঞ্জিত বিশ্বাস (৪৫) বলে স্বীকারোক্তি দেন তিনি।</p> <p>এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, ‘গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাসের নামে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে তাকে ১৫১ ধারা মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি জানান।</p>