<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের অপ্রকাশিত আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) শহীদ আবু সাঈদ সংঘের তত্ত্বাবধানে জাফরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী কালের কণ্ঠ’র ফটো সাংবাদিক আদর রহমানের তোলা ছবির প্রদর্শনীটি শুরু হয়। গত ১৬ জুলাইয়ের ঘটনার ছবিগুলো দিনব্যাপী প্রদর্শনী হয়।</p> <p style="text-align:justify">ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন আবু সাঈদে বাবা মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন, কালের কণ্ঠ’র ফটো সাংবাদিক আদর রহমানসহ আবু সাঈদের পরিবারের অন্য সদস্যরা।</p> <p style="text-align:justify">আলোকচিত্রে গত ১৬ জুলাইয়ের আন্দোলনের ঘটনা দেখানো হয়েছে। আলোকচিত্রে ফুটে উঠেছে আন্দোলনের দিন পুলিশ দ্বারা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার চিত্র। প্রদর্শনীটি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। </p> <p style="text-align:justify">আবু সাঈদের পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করে আলোকচিত্রের বিষয়ে ফটো সাংবাদিক আদর রহমান বলেন, ‘আমি ১৬ জুলাইয়ে সাড়ে ৩০০ ছবি তুলেছি। এর মধ্যে ৫০টি ছবি এখানে প্রদর্শন করা হয়েছে। আমি এই প্রদর্শনীর মাধ্যমে ১৬ জুলাইয়ের অপ্রকাশিত ছবিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। কখনো যদি আবু সাঈদকে নিয়ে গবেষণা করা হয়, তাহলে হয়তো এই ছবিগুলো ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।’</p> <p style="text-align:justify">দর্শনার্থী তানভীর আহমেদ বলেন, ‘আমরা শুধু আবু সাঈদের মারা যাওয়ার ভিডিওটা দেখেছি। কিন্তু এই দুর্লভ ছবিগুলো দেখিনি। ছবিগুলো দেখে অনেক কিছু জানতে পারলাম।’ </p> <p style="text-align:justify">আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের যেন বিচার করা হয়।’ </p> <p style="text-align:justify">আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন, ‘এই ছবিগুলো অপরাধীদের শনাক্ত করতে সহায়তা করবে এবং যারা আমার ভাইকে নির্যাতন করার পর গুলি করে হত্যা করেছে তাদের কঠিন শাস্তি দাবি করছি।’</p>