<p style="text-align:justify">দাদার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে গিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দুই শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নৌকা ঘাটে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">নিখোঁজ শিশু হযরত আলী (৭) উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও খাদিজা খাতুন (৬) একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। তারা দুইজন সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। </p> <p style="text-align:justify">স্থানীয় খাষ কাউলিয়া ইউপির সাবেক সদস্য আব্দুল হাকিম জানান, শিশু দুইটি তাদের দাদার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যায়। প্রথমেই শিশুদের গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন দাদা। এরপর নিজে গোসল শেষ করে বাড়িতে যান। কিন্তু তিনি দেখতে পান শিশুরা বাড়িতে পৌঁছায়নি।</p> <p style="text-align:justify">এরপর আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে নদী পাড়ে গিয়ে শিশুদের পায়ের জুতা দেখতে পান স্বজনরা। পরিবারের ধারণা, শিশুরা নদী থেকে বাড়ি না ফিরে আবারো নদীতে গোসলে নেমেছিল। ওই সময় তারা নদীর পানিতে ডুবে গেছে। স্বজন ও স্থানীয়রা নদীতে শিশুদের উদ্ধারে চেষ্টা করেছে, কিন্তু পায়নি। </p> <p style="text-align:justify">চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল হক জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। আগামীকাল সকাল থেকে তারা উদ্ধার অভিযান শুরু করবে। </p>