<p style="text-align:justify">দ্বিতীয় দফায় বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপের কাছে বন্যার্তদের জন্য (৫৪৭ প্যাকেট) ত্রাণ হস্তান্তর করেছে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা)।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে তারা এই প্যাকেট হস্তান্তর করে। প্রতিটি প্যাকেটে ত্রাণসামগ্রীর মধ্যে আছে চিড়া, গুড়, খেজুর, গুড়া দুধ, টোস্ট বিস্কুট, খাবার স্যালাইন, খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ফিটকারি‌।</p> <p style="text-align:justify">বন্যার্তদের জন্য এসব সামগ্রী হস্তান্তর কালে উপস্থিত ছিলেন ডুফার সভাপতি সুজন মাহমুদ, সাধারণ সম্পাদক গাজী শেখ ফরিদ আহমেদ, অর্থ সম্পাদক মনজুর-ই-আলম বিপু, স্ট্যান্ডিং কমিটির সদস্য মো. মিজানুর রহমান, বিভাগীয় প্রতিনিধি শিবানন্দ শীল এবং ডুফার আজীবন সদস্য কামরুল হাসান।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, সম্প্রতি আকস্মিক বন্যার শুরুতেই ডুফা কুমিল্লার বুড়িচং থানায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। এ ছাড়া ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে সরাসরি ডুফা বন্ধুদের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে।</p>