<p>কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার শিদলাই গ্রামে এ ঘটে। শিশুটির নাম ওমর ফারুক। ওমর ওই গ্রামের মো. মোর্শেদ আলমের ছেলে।</p> <p>শিশুর বাবা মোর্শেদ আলম বলেন, ওমর ঘরের ভেতর খাটের ওপর বসেছিল। সে একটু কিছুটা হাঁটা শিখেছিল। পরিবারের সদস্যদের অগোচরে ওমর বাড়ির উঠানে বন্যার পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।</p> <p>উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মে সালমা মৌ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মৃত অবস্থায় স্বজনেরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। আমরা তার হার্টবিট পাইনি। এই বন্যা পরিস্থিতিতে সাঁতার না জানা শিশুদের বিষয়ে পরিবারের সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি।’</p>