<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।</p> <p>শনিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরের তার নিকটাআত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।<br />  <br /> পুলিশ জানায়, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে বিকালে ১০দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার নব কিশোলয় হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া(১৭) হত্যাকাণ্ডে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২১আগস্ট তার খালা রিনা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আনন্দ মিছিল বের করলে সন্ত্রাসীদের গুলিতে রোমান মিয়া নিহত হয়। এ মামলায় গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়।</p> <p>নারায়ণগঞ্জের রূপগঞ্জ,আড়াইহাজার, সোনারগাঁ,সিদ্ধিরগঞ্জ থানায় গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নামে পৃথক পাঁচটি হত্যা মামলা করা হয়েছে।</p>