<p style="text-align:justify">গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। </p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম।</p> <p style="text-align:justify">জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন জেলা সহসভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, সহসভাপতি মো. হিরন ও মো. আকতার, সদর থানার আহ্বায়ক মো. ইব্রাহিম খলিল, সদস্যসচিব ইয়াকুব জুয়েল, পৌর আহ্বায়ক অজিউল্লাহ সুমন, সদস্যসচিব মাইনুদ্দিন হাওলাদার প্রমুখ।</p> <p style="text-align:justify">বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা নিজের ক্ষমতা আঁকড়ে রাখতে বাংলাদেশের মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে। বাংলাদেশে যত মানুষকে হত্যা করা হয়েছে, এসব হত্যাকাণ্ডের দায়ে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দোসরদের দেশে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। এ ছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারত একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ষড়যন্ত্র বন্ধ না হলে তাদের উচিত জবাব দেওয়া হবে।</p>