<p style="text-align:justify">দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা বাচ্চু খান মারা গেছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। </p> <p style="text-align:justify">বাচ্চু খান চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্য আরিফ খান।</p> <p style="text-align:justify">জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে হহাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর বাড়ি হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে বাচ্চু খানসহ আরো কয়েকজন অবস্থান করেন। এ সময় ওই বাড়িতে হামলা শুরু হলে বাচ্চু খানসহ অন্যরা তা প্রতিহতের চেষ্টা করেন। </p> <p style="text-align:justify">এ ঘটনার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নূর হোসেন পাটোয়ারী কৌশলে আত্মগোপনে গা ঢাকা দিতে পারলেও হামলাকারীদের হাতে ধরা পড়েন বাচ্চু খানসহ আরো দুজন। </p> <p style="text-align:justify">এক পর্যায়ে হামলাকারীরা কুপিয়ে মারাত্মকভাবে আহত করে তাদের। পরবর্তীতে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন মারা যান বাচ্চু খান।</p> <p style="text-align:justify">এ ছাড়া গুরুতর আহত মফিজুর রহমান মনা শিকদার ও শাহজাহান ভুইয়া নামের আরো দুজন ঢাকার ওই হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।</p>