<p>কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৭ আগস্ট) রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ার বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াত নেতারা। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p> <p>আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয় দলটির পক্ষ থেকে। এ সময় আবু সাঈদের মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং সমবেদনা জানান দলটির নেতাকর্মীরা। জামায়াতের পক্ষ থেকে সারা জীবন আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।</p> <p>এ সময় জামায়াতের আমির বলেন, কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত সবার বিচারের আওতায় আনা হবে।</p> <p>এর আগে পীরগঞ্জ জাফরপাড়া কামিল মাদরাসার মাঠে হেলিকপ্টার থেকে নেমে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ।</p>