<p>রাজশাহীতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষর হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুরে নগরীর আলুপট্টি এলাকায় এ সংঘর্ষ হয়৷ এতে সাকিব আঞ্জুম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। </p> <p>আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত সাকিব রাজশাহী নিউ ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি নগরীর রানী নগর এলাকার বাসিন্দা। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। </p> <p>এর আগে সকাল ১১টার দিকে তালাইমারি এলাকায় সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের একটি কার্যালয়ে আগুন দেন তারা। পরে মিছিল নিয়ে আলুপট্টি এলাকায় আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা৷ </p> <p>এ সময় পুলিশ টিয়ারগ্যাস, রাবার বুলেট ও গুলি ছুঁড়ে৷ পরে আন্দোলনকারীরা পালিয়ে যান। দুপুর দেড়টার দিকে পরিস্থিতি শান্ত হয়। </p> <p>রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএমও ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, আজকে ৫০ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে ৩০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়৷ </p> <p>অন্যদিকে বিকেলে সেনাপ্রধান অন্তবর্তিকালীন সরকারের ঘোষণা দেওয়ার পরপরই রাজশাহী নগরীতে বিক্ষোভ মিছিল শুরু করেন বিএনপি-যুবদলের নেতাকর্মীরা। তারা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়, নগরীর লক্ষীপুরে রাজশাহী-৩ আসনের এমপি আসাদের কার্যালয়, ওয়াকার্স পার্টির কার্যালয় ও জাতিয় পার্টির কার্যালয়ে আগুন ধরিয়ে দেন এবং ভাংচুর করেন।</p>