<p>সারা দেশের মতো গোপালগঞ্জেও চলছে অনির্দিষ্টকালের কারফিউ। সাধারণ মানুষকে ঘরে রাখতে মাইকিং করা হচ্ছে। এ ছাড়া জেলা ও উপজেলা সদরে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।</p> <p>গতকাল রবিবার (৪ আগস্ট) বিকেল ৬টা থেকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্যরা জেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। আজ সোমবার (৫ আগস্ট) সকালে জেলা শহরের চৌরঙ্গী, বড়বাজার, কোর্ট মসজিদ, পাবলিক হল রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খোলা দোকান বন্ধ করে দেওয়া হয়।</p> <p>শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে পাড়া মহল্লার ছোট ছোট দোকানগুলো খোলা রয়েছে।</p> <p> অপর দিকে পেটের তাগিদে দিন মজুর, রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকেরা আয়ের আশায় রাস্তায় বের হয়েছে। জেলা ও উপজেলা সদরের সরকারি দপ্তরগুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।</p>