<p>কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এক দফা দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। রবিবার (৪ আগস্ট) মৌলভীবাজার সরকারি কলেজের সামনে এই এই ঘটনা ঘটে। সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন চলে জানা গেছে।   </p> <p>আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে চৌমহনায় এলাকায় পৌছালে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে তাদের ওপর হামলঅ করা হয় বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। দুপুর ১২টা থেকে সংঘর্ষ শুরু হয়ে চলে ৩টা পর্যন্ত। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক আহত হন। পরে আন্দোলনকারীরা শহরের চৌমুহন এলাকা নিয়ন্ত্রণে নেন এবং এবং এক দফা দাবিতে মিছিল করেন।</p> <p>সংঘর্ষের একপর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় মৌলভীবাজার শহরের চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, কোর্ট রোড, সৈয়দ মুজতবা আলী রোড ও চাদনীঘাট। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস, রাবার বুলেট ছুড়েছে পুলিশ। সংঘর্ষ চলাকালে আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, পাঁচটি গাড়িসহ পুলিশ বক্স ভাংচুর করা হয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ও ভাংচুর করেন বিক্ষোভকারীরা।<br />  <br /> সাংবাদিকরা অভিযোগ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী আটজন সাংবাদিক আহত হন। সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। ভাংচুর করা হয় এনটিভির স্টাফ রিপোর্টারের মোটর সাইকেল। </p> <p>মৌলভীবাজারের পুলিশ সুপার মনজুর রহমান বলেন, শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।</p>