<p style="text-align:justify">নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বাড়িতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় ৯টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। এছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর করে নীলফামারী প্রধান ডাকঘর, ট্রাফিক পুলিশ বক্সসহ কয়েকটি স্থাপনা।</p> <p style="text-align:justify">জানা যায়, আন্দোলনকারীরা রবিবার (৪ আগস্ট) সকাল ১১ টা থেকে খণ্ড খণ্ড মিছিলে নিয়ে একত্রিত হয়ে শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড় দখলে নেয়। </p> <p style="text-align:justify">এসময় এক দাবি স্লোগানে উত্তাল করে বিকেল ৪ টা পর্যন্ত অবস্থান নেয় আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে এগিয়ে আসে আইনজীবীরাও। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। আন্দোলনকারী ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ সদস্য, সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত ২০ জন, পুড়িয়ে দেয়া হয়েছে নীলফামারী প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক আবুল শাহয়ের একটি মোটরসাইকেল। </p> <p style="text-align:justify">সরকার দলীয় নেতাকর্মীদের দাবি, কোটা আন্দোলনের ব্যানারে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এছাড়াও জেলার জলঢাকা , সৈয়দপুর, কিশোরগঞ্জে এক দফা এক দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক দখলে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।</p> <p style="text-align:justify">নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম রিন্টু বলেন, নীলফামারী বরাবরেই শান্তিপ্রিয় জায়গা, আজকেও শান্তিপূর্ণ পরিবেশ ছিল। সকালের পর থেকে কোটা আন্দোলনকারীদের নামে জামায়াত-শিবির ও বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা অশান্তি তৈরি করে জেলা আওয়ামী লীগের অফিসে অগ্নি সংযোগ করে, নীলফামারীর মাটি ও মানুষের নেতা সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বাড়িতে ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে । </p> <p style="text-align:justify">এদিকে জেলা প্রশাসকের বাসভবন ও জেলা জজ আদালত সংলগ্ন স্থানে নীলফামারী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহরিয়ার আলম তমুর মাইক্রো গ্যারেজে আগুন দেয় দুর্বৃত্তরা, এসময় তার গ্যারেজে থাকা ৩টি মাইক্রোবাস পুড়ে যায়, আগুনে ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী একটি বাড়িও। অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তরা জানায় সরকার দলীয় নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে। এছাড়াও জেলা জামায়াতের আমীরসহ বেশ কয়েকজন বিএনপি নেতার বাসায় ইটপাটকেল ছোড়ার অভিযোগ করেছেন জামায়াত ও বিএনপি নেতারা।</p>