<p>জামালপুরে প্রকাশ্যে অস্ত্র হাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া করেছেন দুই ছাত্রলীগ নেতা। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে জামালপুর শহরের হাইস্কুল এলাকায় এ ঘটনা ঘটে। অস্ত্র হাতে ধাওয়া করা দুই যুবকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। </p> <p>সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই দুইজনের ছবি ছড়িয়ে পড়েছে। ওই দুই নেতার নাম শাহরিয়া ইসলাম রাফি ও নাফিজুর রহমান তুষার। এর মধ্যে রাফি জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক। আর তুষার ছাত্রলীগের কর্মী।</p> <p>শিক্ষার্থীরা শহরের বাইপাস মোড় থেকে একত্র হয়ে মিছিল নিয়ে মির্জা আজম চত্বরে আসেন। সেখানে দুই ঘণ্টা অবস্থান নিয়ে পরবর্তীতে পুলিশের বাধা উপেক্ষা করে শহরের ভেতরে ঢুকেন তারা। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীর হাতে প্লাস্টিকের পাইপ, দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র দেখা যায়। সংঘর্ষের একপর্যায়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা।</p> <p>এসব বিষয়ে জানতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ওই সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। সেই সময় কাউকে লক্ষ্য করার সুযোগ ছিল না। অস্ত্রধারী কেউ ছিলেন কি না, সেটা নিশ্চিত বলতে পারব না। আগ্নেয়াস্ত্র যদি থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>