<p>বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, র‌্যাব, বিজিবি, এবিপিএনের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন।</p> <p>প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, হত্যার প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি তোলেন শিক্ষার্থীরা। সে আলোকে বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা দিয়ে মাঠে নামেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিন সকাল ১১টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নিচতলায় জড়ো হতে শুরু করেন তারা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের বেষ্টনী ভেদ করে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নামার চেষ্টা করেন শিক্ষার্থীরা। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, র‌্যাব, বিজিবি, ও এবিপিএনের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে ব্যাপক টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে।</p> <p>পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে ঘিরে ধরেন। এ সময় কোণঠাসা হয়ে ক্যাম্পাসের সামনের সড়ক ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা। পরে শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা দিয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন বলেও জানা গেছে।</p>