<p style="text-align:justify">ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পাড় ভেঙে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) রাতে উপজেলার বিশুতারা গ্রামে ড্রেজার দিয়ে পুকুর খননের সময় পাড় ভেঙে এ ঘটনা ঘটে। সরাইল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। </p> <p style="text-align:justify">নিহত দুজন হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শিশুনিয়া গ্রামের আলী মুনসুর (৩৫) ও মো. দেলোয়ার (২৫)।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্রে জানা গেছে, বিশুতারা গ্রামের হাসান শাহ মাজারের পাশে বুধবার রাত ১১ টার দিকে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন করার কাজ চলছিল। এ সময় পুকুরের পাড় ভেঙ্গে মাটির নিচে চাপা পড়েন ওই দুই শ্রমিক। এতে তারা মাটিসহ পানির নিচে তলিয়ে যান। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা উদ্ধার কাজ শুরু করে। পরে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মাটির নিচ থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।</p> <p style="text-align:justify">সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।</p>