<p> </p> <p>বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে কক্সবাজারের চকরিয়া পৌরশহরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতার ঢল নেমেছিল রবিবার (২৩ জুন) বিকেলে। এ সময় পুরো পৌরশহরে লোকে লোকারণ্য হয়ে গেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।</p> <p>পূর্ব ঘোষণা অনুযায়ী চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয় নানা কর্মসূচি। এরই অংশ হিসেবে পৌর শহরের চিরিঙ্গার থানা রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্সের সামনে চলে আলোচনা সভা। এর পর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়ের ছবি ও বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম। তিনি আলোচনা সভায় সভাপতিত্বও করেন।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, সিনিয়র সহ-সভাপতি ছৈয়দ আলম, এম আর চৌধুরী, জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাবেক সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা বেলাল উদ্দিন শান্ত, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, কাকারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শওকত ওসমান, কাকারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ রেজা চৌধুরী, হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবচার, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরসহ দলের উপজেলা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।</p> <p>এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তীব্র যানজটের বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক জনসমাগম হয় চকরিয়া পৌরশহরে। এতে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি হলেও তা নিয়ন্ত্রণে আনা হয়।’</p>