<p style="text-align: justify;">বগুড়ার আদমদীঘিতে কোরবানির গরু আনতে গিয়ে ভটভটি উল্টে আহোনা আবিদ দোহা নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। </p> <p style="text-align: justify;">পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শালগ্রামের একটি খামার থেকে কোরবানির গরু কিনে ওই খামারেই রাখেন সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি হাফিজার রহমান। পরে আজ সোমবার সকালে ভটভটি নিয়ে কোরবানি গরু আনতে যান তারা। এ সময় ফেরার পথে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাবলাতলা নামকস্থানে এলে ভটভটি উল্টে গিয়ে গুরুতর আহত হয় দোহা। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।</p> <p style="text-align: justify;">আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।</p>