<p style="text-align: justify;">পুলিশি পাহাড়ায় অসহনীয় যন্ত্রণায় পঙ্গু হাসপাতালের বিছানায় ছটফট করছেন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফিরোজ শিকদার। তার দিকে তাকিয়ে আছে অনেকগুলো কৌতূহলি চোখ। </p> <p style="text-align: justify;">ফিরোজের পরিবার বলছে ,পুলিশের গুলিতে ডান হাত হারাতে হয়েছে তাকে। তার জীবনে নেমে এসেছে কালো ছায়া। হাত হারিয়েও পুলিশের মামলায় আসামি হতে হয়েছে তাকে।</p> <p style="text-align: justify;">জানা যায়, গত ৭ জুন ঝিনাইদহের শৈলকুপায় মুস্তাক শিকদার নামের এক আওয়ামী লীগ কর্মীকে সহিংসতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর বিকেল ৩টার দিকে শত শত মানুষ তার মুক্তির দাবিতে শৈলকুপা থানার সামনে জড়ো হন।</p> <p style="text-align: justify;">আহত ওই যুবকের ভাই মহসিন শিকদার বলেন, ‘মুস্তাককে গ্রেপ্তারের সময় ফিরোজও অনেকের সঙ্গে থানার সামনে উপস্থিত ছিল। এ সময় থানার গেট থেকে পুলিশ ফিরোজ শিকদারকে ধরে নিয়ে যায়। এরপর ওসি শফিকুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে তার ডান হাতে গুলি করেন এক পুলিশ সদস্য। এ ঘটনার পরপরই থানা গেটে জড়ো হওয়া লোকজন উত্তেজিত হয়ে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।</p> <p style="text-align: justify;">তিনি আরও বলেন, এরপর গুরুতর আহত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ পরে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপ্যাডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা কোনোভাবেই ফিরোজের ডান হাতটি টিকিয়ে রাখতে পারেননি। অস্ত্রোপচারের মাধ্যমে তার হাতটি কেটে ফেলা হয়েছে।’ </p> <p style="text-align: justify;">বিষয়টি নিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন)- ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু কালের কণ্ঠকে বলেন, ‘পুলিশের কাজ মানুষের নিরাপত্তা প্রদান করা। যদি পুলিশ অন্যায় ভাবে কলেজছাত্র ফিরোজের ওপর হামলা করে থাকে সেক্ষেত্রে তার পরিবার আইনের সহায়তা নেওয়ার সুযোগ পাবে। তাছাড়া ঘটনাটি ওই কলেজছাত্র পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করতে পারেন।’</p> <p style="text-align: justify;">ফিরোজের হাতে গুলি করার বিষয়টি অস্বীকার করে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘যখন হামলা হয় তখন আমি খাচ্ছিলাম। ঘটনাস্থলে ছিলাম না। শেষ মুহুর্তে ঘটনাস্থলে এসেছি। যারা থানায় হামলা করেছে, তাদের কাউকে পুলিশ থানায় ঢুকতে দেয়নি। হামলাকারীরা বাইরে থেকে ইট মেরে আমাদের আহত করেছে। তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’<br />  </p>